বাংলা সাহিত্যের জনপ্রিয়তম সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিরাজ বৌ, দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, পথের দাবী অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া কালোত্তীর্ণ সাহিত্যের স্রষ্টা শরৎচন্দ্রের আরেকটি পরিচয় সম্পর্কে অনেকে হয়তো অবগত নন। শরৎচন্দ্র ছিলেন বাংলা সাহিত্যিকদের মধ্যে বৈঠকি আড্ডার শিরোমণি। তিনি যেমন দক্ষ হাতে কলমের খোঁচায় একেকটি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন অনায়সে পাঠকের মননে তেমনি যে কোনো মজলিসী আড্ডায় তিনি তার চিরাচরিত সরস রসিকতা, খোশগল্প আর বাকচাতুর্যে শ্রোতাদের সম্মোহিত করে আটকে রাখতে পারতেন ঘণ্টার পর ঘণ্টা। যে কোনো আড্ডা বা মজলিসে তিনি উপস্থিত হলেই মুহুর্তে আড্ডার সাম্রাজ্যটা তার হাতের মুঠোয় চলে আসত। শরৎচন্দ্র যখন মুখ খুলতেন তখন সকলেই তাদের মুখের কথাগুলো গিলে দারুণ কিছু আড়াই গল্পের লোভে উন্মুখ হয়ে থাকতেন। তাঁর অনেক মজলিসী গল্প কাছের বন্ধু-বান্ধব ছাড়াও এখনো অনেকের মুখে মুখে ঘোরেফেরে। শরৎ শুধু বাংলাভাষীদের কাছে নয়, তিনি ভারতের বিভিন্ন ভাষাভাষীর কাছেও জনপ্রিয়তম সাহিত্যিক। অথচ আশ্চর্যজনক তথ্য হচ্ছে, দীর্ঘ বছর ধরে লক্ষ-কোটি পাঠক শরৎ-সাহিত্যের স্বাদ গোগ্রাসে হরণ করলেও তার মজলিসী গল্প আর সরস রসিকতার ভাণ্ডার সম্পর্কে অনেকেই পরিচিত নন। অথচ, শরৎ-সাহিত্য ও সাহিত্যিক শরৎচন্দ্রকে পরিপূর্ণভাবে জানতে গেলে তাঁর মজলিসী গল্পগুলোকে জানা একান্ত প্রয়োজন। শরৎ-গুণগ্রাহী ও পাঠকদের জন্য অত্যন্ত সুখবর অবশেষে এই ঘাটতি পূরণে এগিয়ে এসেছেন বাংলার আরেক জনপ্রিয় লেখক এবং শরৎ-ভক্ত প্রবীর ঘোষ। বিভিন্ন পত্রপত্রিকা, বইপুস্তক ও লোকমুখে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শরৎচন্দ্রের অনবদ্য মজলিসী গল্পগুলো প্রবীর ঘোষ খুব দক্ষ হাতেই গ্রন্থিত করতে পেরেছেন। মূল কাহিনী বজায় রেখে শরৎচন্দ্রের মজলিসী গল্পগুলো প্রবীর নিজস্ব ভাষায় চিত্রায়িত করেছেন। এই মজলিসী সরস আড্ডার খোশগল্প আর সুনিপুণ বয়ান থেকে শরৎ-পাঠকরা পুনর্বার শরৎ-সাহিত্যের রস আস্বাদন করতে পারবেন। তাঁর জীবন ও কর্ম সম্পর্কেও স্পষ্ট ধারণা পাবেন। আড্ডাপ্রিয় বাঙালি পাঠকদের কাছে সংকলনটি সমাদৃত হবে এ আশাবাদ নিশ্চিতভাবেই করা যায়।
প্রবীর ঘোষ ( Prabir Ghosh, জন্ম ১ মার্চ, ১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। একদা তিনি প্রচারমাধ্যমে ভারতীয় যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখিত হতেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন। যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে। তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে: অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত),জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,সংস্কৃতিঃ সংঘর্ষ ও বিনির্মাণ,আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,পিংকি ও অলৌকিক বাবা,অলৌকিক রহস্য জালে পিংকি,ধর্ম-সেবা-সম্মোহন,গোলটেবিলে সাফ জবাব ইত্যাদি।