কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন 'মাশহুদা খানম'। পিতা- মো. মজিবুর রহমান মাসুদ রানা, মাতা- মমতাজ মহল। তিনি মাস্টার্স পাস করে শিক্ষকতা পেশাকে বেছে নেন। এক মেয়ে, এক ছেলে ও শিক্ষক স্বামীকে নিয়ে অবসর সময় কাটে লেখালেখি ও বই পড়া নিয়ে। জাগো নন্দিনী মাশহুদা খানমের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। রোদসী তাঁর প্রথম উপন্যাস