আমরা জানি, মরণের সাথে সাথে বান্দার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের করুণাময় রব দয়া করে এমন কিছু আমলের সুযোগ রেখেছেন, যেগুলো মৃত্যুর সময় বন্ধ হলেও সেসবের সওয়াব থাকে প্রবাহমান। আমরা বিভিন্ন সময় হাদিস থেকে এমন কতিপয় আমলের কথা জেনেছি। কিন্তু এরকম আমলের সমাহার নিয়ে যদি স্বতন্ত্র একটি বই পাওয়া যায়, তাহলে সেটা আমলে-আগ্রহী মুমিন বান্দার জন্য যারপরনাই আনন্দের। কিছুদিন আগে এ বিষয়ে মদিনার বিশিষ্ট পরহেজগার আলিম শাইখ আব্দুর রাজ্জাক আল-বদর হাফিজাহুল্লাহর বই দেখে আমি খুবই আনন্দিত হই, সত্বর অনুবাদের সিদ্ধান্ত নিই এবং আল্লাহর তৌফিকে বরকতময় রমজান মাসে অনুবাদ করে ফেলি। অনুবাদকের তরফ থেকে বইতে খুবই কম টীকা দিয়েছি, ভাষান্তরের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভাবানুবাদের আশ্রয় নিয়েছি, আয়াত ও হাদিসের আরবি টেক্সট হরকত-সহ উল্লেখ করার চেষ্টা করেছি এবং লেখকের সংক্ষিপ্ত জীবনচরিত লিখে বইয়ের শুরুতে যুক্ত করে দিয়েছি। আমি দোয়া করি, আল্লাহ যেন অধম গুনাহগারের এই কমজোর অনুবাদকর্মকে একমাত্র তাঁর জন্যই একনিষ্ঠ করেন এবং অনুবাদকর্মটিকে অধমের সেসব আমলের অন্তর্ভুক্ত করেন, যেগুলোর সওয়াব তার জন্য মৃত্যুর পরেও কেয়ামত পর্যন্ত জারি থাকবে। পাশাপাশি মহান আল্লাহ এই পুস্তিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, পাঠক ও তাঁদের মুসলিম পিতামাতাকে উত্তম পারিতোষিক দিন এবং তাদের প্রতি রহম করুন। আমিন।