Mastering Goals: The Path to Achievement and Success is a practical guide that provides readers with a comprehensive approach to setting, pursuing, and achieving their goals. The book delves into the psychology and science behind goal-setting, exploring how goals impact motivation and behavior. It introduces readers to the SMART goals framework—ensuring goals are Specific, Measurable, Achievable, Relevant, and Time-bound—and emphasizes the importance of aligning goals with core personal values to create a sense of purpose and commitment. Throughout the book, readers will find strategies to overcome common obstacles like procrastination, lack of motivation, and time management challenges. It offers techniques for breaking down large goals into manageable steps, building effective habits, and staying focused and motivated over time. The book also covers the importance of maintaining a positive mindset, adapting goals when necessary, and balancing multiple objectives without burnout. By providing practical tools, real-life examples, and actionable insights, Mastering Goals helps readers cultivate a resilient, success-oriented mindset. The book encourages continuous reflection and adaptation, ensuring sustained progress toward personal and professional fulfillment. Whether for short-term achievements or long-term visions, Mastering Goals empowers readers to turn their aspirations into reality.
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবি ও লেখক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান , যিনি সাহিত্য ও প্রযুক্তির সমন্বয়ে এক অনন্য পথ রচনা করেছেন। তিনি ১৫ মে কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মরহুম মন্তাজ উদ্দিন ফকির এবং মাতা ফাতেমা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। শৈশব থেকেই তিনি মেধাবী ও জ্ঞানপিপাসু ছিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। এরপর বাজিতপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উচ্চশিক্ষার জন্য তিনি হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন এবং সফলভাবে ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ শেখ শাহিনুর রহমান কর্মজীবনের শুরুতেই প্রযুক্তি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালে Amadersomaj.com পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। একই বছরের মার্চ মাসে তিনি IT Amadersomaj Inc. কোম্পানির কো-ফাউন্ডার ও চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসেবে যোগ দেন। তিনি SoftInc-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন। Nextwo Co.-তে ফ্রিল্যান্স সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তিনি 'কবিতা - Poem' এর আইটি প্রধান এবং 'বাচিক'-এ ভয়েস আর্টিস্ট টিমের প্রধান হিসেবে কর্মরত আছেন।