This is an unusual piece of writing by a Third World civil servant on his life and times. Its candour, depth of emotion and understanding and wide-ranging coverage on an international scale give it a distinct flavour. It also reveals a large number of startling facts hitherto unknown to the public. This book is an essential reading in understanding how economy, society, polity and administration actually work in a Third World country. In order to make it reader-friendly to both Bangladeshi and foreign audience, the book includes not only glossaries of local words and abbreviations, subject and name indexes but also end notes. There are three parts of this book. The first part of the book consists of three chapters: The Environment of my Childhood (1945-1961), Life in Dhaka University (1962—1966) and Transition to Manhood (1966-1970). The second part consists of three chapters, namely Before, During and After the War of Liberation (1970-1973), Between Academic Pursuits and Practical Work (1973-1980) and Back to the Civil Service (1980-1991). The third part also contains three chapters, namely My First Term in PM’s Office and after (1991-2001), My Second Term in PM’s Office and After (2001-2011) and Whatever is Left of this Life
কামাল সিদ্দিকী দেশের বিশিষ্ট সমাজ গবেষক, লেখক ও সরকারের জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা ড. কামাল সিদ্দিকীর জন্ম ১৯৪৫ সালে, ঢাকায়। শিক্ষক, গবেষক ও কনসালট্যান্ট হিসেবে প্রভূত সুনাম ও কৃতিত্বের অধিকারী ড. কামাল সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে ফলিত রসায়নে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৪ সালে লন্ডনের লীডস ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসনে ডিস্টিংশন সহ পােস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন। ০ পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ-এ মাস্টার অব আর্টস এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেন ১৯৮০ সালে। কর্মজীবনে ১৯৬৮ সালে সিএসপি হিসেবে যােগ। দিয়ে সরকারের নীতি নির্ধারণের বিভিন্ন পদে সমাসীন থেকে বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে সরকারের সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন রত। দুই সন্তান ও এক কন্যার জনক ড. কামাল সিদ্দিকী প্রধানত সমাজ, গ্রামীণ দারিদ্র ও উন্নয়ন বিষয়ে ২৬ খানা পুস্তক রচনা করেছেন। স্ত্রী ছবি সিদ্দিকী তার সকল সৃষ্টিশীল কাজে নিয়ত প্রেরণাদায়ী। তার আরাে কয়েকটি বই এ বছরই প্রকাশিত হচ্ছে। প্রগতিশীল চিন্তার অধিকারী নিয়মনিষ্ঠ, স্বচ্ছ ও বর্ণিল জীবন যাপনে অভ্যস্ত ড. কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের একজন অগ্রসর উন্নয়ন ও সমাজ বিশ্লেষক হিসেবে পরিগণিত।