প্রকাশকের কথা বাংলাদেশের নবীন ও প্রবীণ কবিগণের সমন্বয়ে রচিত সংকলনটির প্রতিটি কবিতা ও গল্প আমার হৃদয়কে স্পর্শ করেছে। গণবিস্ফোরণের ৩৬ দিনকে কেন্দ্র করে পরিপূর্ণ বইটির প্রতিটি পাতা । সম্মানিত কবিগণ নিজ দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে বইটির প্রতিটি কবিতা ও গল্প লিখেছেন। হাজারো শহীদ ভাই ও বোনের ত্যাগের বিনিময়ে এই প্রাপ্তি বাংলাদেশের। আমরা কখনো ভুলব না ওই সব যোদ্ধাদের যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। সময়ের সুর প্রকাশন কর্তৃক সম্পাদিত গ্রন্থ "গণবিস্ফোরণের ৩৬ দিন আমরা তোমাদের ভুলব না"। আমি মনে করি সংকলনটি আমার মতো প্রতিটি পাঠকের হৃদয় স্পর্শ করবে এবং যুগ-যুগান্তর হাজার বছর ধরে পাঠকের মন জয় করবে এবং বাংলাদেশের সকল কবিদের অন্য ভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। বইটির প্রতিটি লেখা লেখক সংরক্ষিত। কেউ কোনো লাইন কপি করতে পারবে না। যদি কেউ করে তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। সময়ের সুর প্রকাশন সত্যের প্রতীক হয়ে দাঁড়াতে চায়। এ সত্যকে প্রতিষ্ঠিত রূপ দিতে কবিগণ আমাদের পাশে থেকে স্বরচিত কবিতা ও গল্প জমা দিয়ে অনুপ্রাণিত করেছেন। তাঁদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও শুভ কামনা।