এ মহাবিশ্ব সৃষ্টির মূলে আল্লাহ তাবারাকা ওয়াতাআলার রয়েছে মহাপরিকল্পনা। আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য নারী ও পুরুষ হলেন প্রধান সিপাহসালার। ইসলামের সূচনা থেক নারী জাতির ভূমিকা কোনো অংশে কম নয়। সুপ্রাচীনকাল থেকেই নারী সমাজ ইসলাম প্রচার, প্রসার ও সভ্যতার বিকাশে রেখেছেন অনন্য অবদান। যার স্বর্ণোজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন উম্মাহাতুল মুমিনীন ও নারী সাহাবীগণ রাদিয়াল্লাহ তাআলা আনহুন্না। আযওয়াজে মুতাহ্হারাত যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বিয়ের বাঁধনে আবদ্ধ হন এবং আল্লাহ তাঁরেকে ‘মুমিনদের মা’ বলে ঘোষণা দেন সেদিন থেকেই জগতের সকল মুসলিমের অন্তরে এক বিশেষ মর্যাদা ও সম্মারে আসন তাঁরা লাভ করেছেন। প্রতিটি মুসলিম নর-নারী মায়ের থেকেও বেশি সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে তাঁদেরকে দেখে এসেছেন। মুসলিম উম্মার নিকট থেকে তাঁরা যে মর্যাদার আসন লাভ করেছেন, বিশ্বের নারী জাতির ইতিহাসে তা অতুলনীয়। উম্মুহাতুল মুমিনীন ও নারী সাহাবীগণের সুন্দর গুণাবালী ও মর্যাদা সম্পর্কে গভীর চিন্তা করে দেখলে অনুমিত হয় যে, তাঁরা ইলম, ন্যায়পরায়ণতা, জিহাদ ও অন্যান্য সব কল্যাণকর কাজে ছিলেন সর্বাধিক অগ্রগামী। তারাই ছিলেন আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছানোর এবং সব ধরণের কল্যাণ ও হিদায়াতের মাধ্যম। তাদের মাধ্যমেই আমরা সৌভাগ্য ও নাজাত লাভ করেছি। তাদেরই একজন উম্মুল মুমিনীন সাইয়েদা হযরত আয়েশা সিদ্দীকা বিনতে সিদ্দীক রা.। আশা করি তাঁর জীবনচরিত শুনে অন্তর প্রশান্ত হবে, ইলমের মজলিস ও পাঠালয় সুসজ্জিত হবে।
এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী। এছাড়া নিরলসভাবে লিখে চলেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়। ১৯৮১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেয়া বরেণ্য এই আলেমের ৪০ টির অধিক বই রয়েছে বাজারে। তাঁর মৌলিক বইয়ের মধ্যে রয়েছেÑ নাফ তীরের কান্না; স্বর্ণযুগের সম্রাট; অপরাধ : উৎস ও প্রতিকার; পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ; আসহাবে কাহাফ; দেহমনের পাপ; পড়ালেখার কলাকৌশল; ইসলামের দৃষ্টিতে হালাল হারাম।