জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়, যাকে আমরা জীবন বলি, এই জীবনে একজন মানুষ যদি চেনা পরিমণ্ডলের বাইরে না-ও যায়, তার চিন্তা অনবরত ভ্রমণ করতে থাকে। পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ, যে কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে, এই স্বপ্ন তাকে ভ্রমণতাড়িত করে। সেইন্ট অগাস্টিন বলেছেন পৃথিবী একটি বিশাল গ্রন্থ; যে ভ্রমণ করে না, সে এই গ্রন্থের কেবল একটি পৃষ্ঠাই পাঠ করল। আমি তো পুরো বইটাই পড়তে চাই। ছেলেবেলা থেকেই আমার ভ্রমণতৃষ্ণা প্রবল। যখনই সুযোগ পেয়েছি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। পাশের গ্রামে, পাশের থানায়, পাশের জেলায়, এরপর সারা বাংলাদেশে এবং এক পর্যায়ে দেশের সীমানা পেরিয়ে আরও বহুদূরে। আমার মধ্যে শিশুকাল থেকেই একটি তাড়না কাজ করত, আমি যা দেখি—তা অন্যকেও দেখাতে চাই। দেখাবার জন্য হাতে একটা ক্যামেরা দূর-শৈশবে ছিল না, ছিল সহজলভ্য একটি কলম। খুব ছেলেবেলায় কল্পনার রথে চড়ে বেরিয়ে পড়তাম। সুন্দরবনে গিয়ে ছিলাম কিছুদিন, সেইসব কাল্পনিক ভ্রমণ-অভিজ্ঞতা লিখেছি পৃষ্ঠার পর পৃষ্ঠা। দূরের কোনো শহরে বা গ্রামে, কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে ফিরে এসে চিঠি লিখতাম। সমস্ত চিঠি জুড়ে থাকত ভ্রমণের গল্প। স্কুলে পড়ার সময় সাতক্ষীরার একটি মেয়ের সঙ্গে পত্রমিতালি করতাম। ওর নাম ছিল পারু। পারুকে লিখতাম আমার বাস্তব-অবাস্তব ভ্রমণের গল্প। হয়তো এভাবেই আমি একজন ভ্রমণ-লেখক হয়ে উঠি। পৃথিবীর অর্ধশতাধিক দেশ ভ্রমণের পর সহস্রাধিক পৃষ্ঠা ভ্রমণ-রচনা লেখার পরে, আজ যখন কোনো এক বাঙালি তরুণ প্যারিস কিংবা বার্লিন থেকে ই-মেইল পাঠিয়ে বলে—স্যার, আপনার ভ্রমণ পড়ে পড়ে স্বপ্ন দেখেছি একদিন ইউরোপে যাব, এখন আমি প্যারিসে, বার্লিনে সেটেল্ড, তখন মনে হয়, ভ্রমণ-রচনায় আমি শুধু ভিনদেশের ছবিই আঁকিনি, ওখানে হয়তো অজান্তেই রোপন করেছি হাজারো তরুণের স্বপ্নের বীজ।
কাজী জহিরুল ইসলাম। লিখেন গল্প, কবিতা, ভ্রমণকাহিনি ও প্রবন্ধ। পেশাগত প্রয়ােজনে ছুটে বেড়িয়েছেন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ। দীর্ঘ দিন খণ্ডকালীন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। তাঁর প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থসমূহ : উড়ালগদ্য (কলাম), বিহঙ্গপ্রবণ (আত্মজৈবনিক উপন্যাস), জানা-অজানা আফ্রিকা (ভ্রমণ), গজমােতির দেশ আইভরিকোস্ট (ভ্রমণ) After a Long way (কাব্যগ্রন্থ), ছয় ঠ্যাংঅলা নীল সাপ (গল্প) ইত্যাদি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কবি জসীমউদ্দীন পুরস্কার ১৪০৬ এবং ভ্রমণ সাহিত্যে ড. দীনেশ চন্দ্র সেন পদক ২০০৮-এ ভূষিত হয়েছেন। বর্তমানে জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে আমেরিকায় কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। স্ত্রী মুক্তি, পুত্র অগ্নি এবং কন্যা জলকে নিয়ে লেখক বসবাস করছেন কাব্যময় সংসারে।