"গল্প সংগ্রহ" বইয়ের ফ্ল্যাপের লেখা: বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক সুকুমার সেনের সুগভীর পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনবিদিত। বিভিন্ন সময়ে তিনি রচনা করে গিয়েছেন বেশ কিছু গােয়েন্দা গল্প। আশ্চর্যের বিষয় তার গােয়েন্দা চরিত্রটি হলেন মহাকবি কালিদাস। গল্পের সময়কাল তিনি ধরেছেন, খ্রিস্টীয় প্রথম দু’শতাব্দী। সাধারণ লােককথায়, মেয়েলি ছড়াতে কালিদাসের বুদ্ধি-চাতুর্যের অনেক কাহিনি আমরা জানি সুকুমার সেনের কথায়, “আগে যদি ডিটেকটিভ গল্পের চলন থাকত তবে আমাদের দেশে ভাল ডিটেকটিভ কাহিনি সেকাল থেকেই পাওয়া যেত।” পাঠকের অগােচরে চলে-যাওয়া সুকুমার সেনের পাঁচটি গল্পগ্রন্থ সংকলিত করে প্রকাশিত হল ‘গল্পসংগ্রহ। রহস্যর পাশে প্রেক্ষিত হিসেবে পুরাণ-ইতিহাসের অভিনব উপস্থিতি গল্পগুলিকে দিয়েছে স্বতন্ত্র উচ্চতা। সুকুমার সেনের গােয়েন্দা গল্প বিদেশি গােয়েন্দা গল্পের অনুসরণ করেনি। তাঁর গল্পে মিশে আছে আমাদের প্রাচীন দেশ-কাল-মাটির গন্ধ। লেখক স্বয়ং জানিয়েছেন এক জায়গায়, । “সেকালে এখনকার New Scotland Yard, Surete বা Crime Squad-এর মতাে কিছু ছিল । সুতরাং আমার কালিদাসকে বিলিতি গল্পের ডিটেকটিভের সঙ্গে তুলনা করা অনুচিত।” বিদগ্ধ লেখকের সৃজনক্ষমতার অপরূপ স্বাক্ষর এই গল্পসংগ্রহ।
Sukumar Sen-এর জন্ম : জানুয়ারি ১৯০০ সাল। কলকাতায়। বর্ধমান মিউনিসিপাল হাই ইংলিশ স্কুল থেকে ১৯১৭ সালে পাশ করেছেন প্রবেশিকা পরীক্ষা, মোহিনীমোহন মিশ্র মেডেল পেয়ে। আই-এ, বর্ধমান রাজ কলেজ থেকে। সংস্কৃত, বাংলা ও গণিত তিন বিষয়ে লেটার। সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত অনার্সে বি-এ। কমপ্যারেটিভ ফিললজিতে এম-এ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সোনার মেডেল। ১৯২৪-এ প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি। ১৯২৬-এ মোয়াট মেডেল। ১৯২৬-৩১ মৌলিক গবেষণা করে তিনবার গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কার ও দু-বার স্যার আশুতোষ মুখুজ্জে মেডেল পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে লেকচারার ১৯৩০ সাল থেকে, এর আগে অনারারি লেকচারার। ১৯৩৭-এ পি-এইচ-ডি.| ১৯৫৪-১৯৬৪ খয়রা অধ্যাপক। ১৯৫২তে ভাষাতত্ত্ব বিভাগের অধ্যক্ষ। ১৯৬৩তে রবীন্দ্র পুরস্কার। ১৯৮১-তে বিদ্যাসাগর পুরস্কার। এ-ছাড়াও আনন্দ পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর রামেন্দ্রসুন্দর স্মৃতি পুরস্কার। সরোজিনী মেডেল। এমন আরও বহু। বিশ্বভারতী দিয়েছেন ‘দেশিকোত্তম’ উপাধি, বর্ধমান বিশ্ববিদ্যালয়—ডি. লিট| নানা গ্রন্থ : ইংরেজীতে ও বাংলায়।