এই প্রশ্নের উত্তরে আমি নিশ্চিত, পৃথিবীর সবাই একমত হতে পারবেন না। কেননা কেউ বিশ্বাস করেন ভূত আছে। কেউ বিশ্বাস করেন নেই। কারো ধারণা শুধুমাত্র জীন আছে। কারো সেই জীনেও বিশ্বাস নেই। অনেকেই আবার বিশ্বাস করেন, ভূত বলে আসলে কিছুই নেই।
সবই জীনদের ব্যাপার-স্যাপার। জীনদের মধ্যে যেগুলো খারাপ সেগুলোকেই ভূত নামে ডাকা হয়।
এসব অতিলৌকিক ব্যাপারে বিতর্ক ছিলো, আছে, থাকবে। তবে সুন্দর এই পৃথিবীর চারিদিকে যেদিকেই তাকানো যায়, সেদিকেই পাওয়া যায় রহস্য। প্রতিটা জীবের জন্ম থেকে মৃত্যু এবং এর পরবর্তী জীবন সব কিছুই রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানও অনেক কিছু ব্যাখা করতে পারেনি।
“কুটুমখেকো” Kutumkheko বইটি সেই সকল সাহসী পাঠকদের জন্য, যারা বিভিন্ন গল্পের সাথে চলে যেতে চান দেশের বিভিন্ন অঞ্চলের সত্যিকারের কিছু ভৌতিক ঘটনার রহস্য উন্মোচনে।
লেখক পরিচিতি
তৌফিক মিথুন
তৌফিক মিথুন, বাংলা ভাষার পাঠকপ্রিয় তরুণ কথাসাহিত্যিক। পুরো নাম মো. তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। পিতা নওশাদুল লতিফ এবং মাতা ফিরোজা আক্তারের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।
১৯৮৬ সালের ২৫ জুলাই জন্ম নেয়া এই কথাসাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে। লেখালেখির শুরু ছোট বেলা থেকে হলেও প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। প্রেত এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস।
উল্লেখযোগ্য কাজ : বাংলা ভাষার প্রথম শত শব্দের শত গল্প নিয়ে একক গল্প গ্রন্থ : একাই একশ। এছাড়া প্রকাশ হয়েছে তার গল্পগ্রন্থ প্রেত (২০১৯), ভুতুড়ে (২০২৪) ও কুটুমখেকো (২০২৫); সম্পাদিত গল্পগ্রন্থ রহস্য সব এখানেই (২০২৪) ও তোমার জন্য ভালোবাসা (২০২৫) এবং উপন্যাস মায়া (২০২৩)।
বাংলাদেশি কথা সাহিত্যিক। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। ২৫ জুলাই জন্ম নেয়া এই কথা সাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে। লেখালেখির শুরু ছোট বেলা থেকেই। তবে প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। 'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি… একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস।