"সেরা যুক্তিবাদী সংকলন" বইয়ের পিছনের কভারের লেখা: পত্রিকাটিকে “লিটল ম্যাগাজিন’ বলা যাবে না। ওয়েবসাইটে গত বছর দেড়েক হল ‘যুক্তিবাদী’ তােলা হচ্ছে। পাঠক সংখ্যা লক্ষ অতিক্রম করেছে। ডাউনলােড করা হয় হাজার-হাজার কপি। ব্যাপক চাহিদার জন্য যুক্তিবাদী’ যেমন লিটল ম্যাগাজিন নয়, তেমনই বাজারি বড় পত্রিকার সঙ্গে চরিত্রে কোনও মিল নেই। নিরপেক্ষতা, রাজনৈতিক বিশ্লেষণ ও সমাজ সচেতনতা এই পত্রিকাটির বৈশিষ্ট্য। ‘যুক্তিবাদী’ যুক্তিবাদী সমিতি পরিচালিত অনুকরণযােগ্য এক অনন্য পত্রিকা। সেই যুক্তিবাদী সমিতি যাদের নিয়ে ইতিমধ্যে তথ্যচিত্র করেছে বিবিসি চ্যানেল | ফোর, ন্যাশানাল জিওগ্রাফিক, জার্মান টিভি ইত্যাদি বহু চ্যানেল। গত ২০ বছর ধরে প্রকাশিত হওয়া যুক্তিবাদী’ পত্রিকা থেকে আহরিত ১৩০টি অসাধারণ রচনা স্থান পেয়েছে ‘সেরা যুক্তিবাদী’তে। এখানে বিখ্যাত লেখকের লেখার সঙ্গে একঝাক উদীয়মান শক্তিশালী লেখক স্থান করে নিয়েছেন অসাধারণ যােগ্যতায়। ‘সেরা যুক্তিবাদী’-তে রয়েছে—রবীন্দ্রনাথের স্বরাষ্ট্রচিন্তা, গান্ধিজীর গ্রাম-স্বরাজ চিন্তা, মার্কসবাদের সেই সময়-এই সময়, স্বয়ম্ভর গ্রাম, স্বেচ্ছামৃত্যু, মৃত্যুদন্ড কতটা যৌক্তিক, নার্কোটেস্ট কী, হােমিওপ্যাথি কতটা বিজ্ঞান, এনজিও-র জনসেবা না ব্যবসা, গাের্খাল্যান্ডের দাবি কতটা যৌক্তিক, মণিপুরে রাষ্ট্রীয় সন্ত্রাস, পরমাণু বিদ্যুৎ, গ্লোবাল ওয়ার্মিং, ক্যানসারও সারে, জ্যোতিষীদের বিরুদ্ধে কড়া আইন, বলি বে-আইনি, ডাইনি সমস্যা ও সমাধানের উপায়, বেশ্যাবৃত্তি কতটা নৈতিক-কতটা বে-আইনি, নারীর আইনি অধিকার, সুস্থকাম, ধর্মনিরপেক্ষতার ভন্ডামী, অসাধারণ কিছু এক্সক্লসিভ সাক্ষাৎকার, একগুচ্ছ সত্যানুসন্ধান ইত্যাদি বিভিন্ন জরুরি বিষয় নিয়ে গতানুগতিকতার বাইরে ঝড় তােলা লেখা। যুক্তি-বুদ্ধি-মুক্তচিন্তার এরকম বলিষ্ঠ ও অনবদ্য সংকলন বাংলা সাহিত্যে এই প্রথম।
প্রবীর ঘোষ ( Prabir Ghosh, জন্ম ১ মার্চ, ১৯৪৫) কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি। একদা তিনি প্রচারমাধ্যমে ভারতীয় যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখিত হতেন। তিনি বেশকিছু জ্যোতিষবিদ ও অলৌকিক শক্তি অধিকারী বলে দাবি কৃত ব্যক্তিদের প্রচারণার অসারতা প্রমাণ করেছেন। যার মধ্যকার কয়েকটি ঘটনা নিয়ে চ্যানেল ফোর 'Guru Busters' নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে। তিনি যুক্তিবাদ প্রসার সহায়ক ও অলৌকিকতা বিরোধী একাধিক গ্রন্থের লেখক। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে: অলৌকিক নয় লৌকিক( ৫ খন্ডে সমাপ্ত),জ্যোতিষীর কফিনে শেষ পেরেক,সংস্কৃতিঃ সংঘর্ষ ও বিনির্মাণ,আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না,পিংকি ও অলৌকিক বাবা,অলৌকিক রহস্য জালে পিংকি,ধর্ম-সেবা-সম্মোহন,গোলটেবিলে সাফ জবাব ইত্যাদি।