প্রসঙ্গ-কথা শিল্পী আমিনুল ইসলামের (১৯৩১-২০১১) মৃত্যুর অব্যবহিত পরে কালি ও কলম একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। তাঁর সৃজন, ব্যক্তিত্ব ও বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনে আধুনিকতার পথনির্মাণে তাঁর ভূমিকা সম্পর্কে তাতে আলোকপাত করা হয়েছিল। এছাড়া ছিল তাঁর বন্ধু, আত্মজন ও অনুরাগী বিদ্যার্থীদের স্মৃতি। সংখ্যাটি বৃহত্তর পাঠক সমাজে আদৃত হয়েছিল। আমিনুল ইসলাম এদেশের চিত্রকলা আন্দোলনে মেধা, মনন ও নিত্যনব উদ্ভাবনী কৌশল দিয়ে এক নবীন মাত্রা সঞ্চার করেছিলেন। একাগ্রচিত্ত সাধনার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ। ইতালিতে শিক্ষাগ্রহণের পর তাঁর সৃজনে নতুন ধারা আধুনিকতার পথনির্মাণে হয়ে উঠেছিল উজ্জ্বল প্রকাশের মনোগ্রাহী সৃষ্টি। এদেশের প্রথম প্রজন্মের উজ্জ্বল এই চিত্রী পঞ্চাশের দশকেই তাঁর সৃজনের দ্বারা এদেশের শিল্পানুরাগীদের হৃদয়ে উজ্জ্বল এক আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। এই সময়ে তাঁর ড্রইং ও জলরঙে করা কাজে তাঁর শক্তিমত্তার সৃস্পষ্ট স্বাক্ষর আছে। পঞ্চাশের প্রারম্ভেই তিনি এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হন। আমৃত্যু এই আদর্শকে বুকে লালন করেন। জীবনযাপনে, চিত্রবিদ্যাচর্চায় ও আধুনিকতার জিজ্ঞাসায় তিনি প্রথা ভেঙেই অগ্রসর হয়েছেন। এই ভাঙা ও গড়ার ছাপ আছে তাঁর চিত্রগুচ্ছে। কালি ও কলমের বিশেষ সংখ্যায় প্রকাশিত লেখাগুলো নিয়ে বেঙ্গল পাবলিকেশন্স থেকে আমরা অনন্য আমিনুল ইসলাম গ্রন্থটি প্রকাশ করছি। গ্রন্থটিতে সংযোজিত হলো তাঁর বন্ধু শিল্পী মুর্তজা বশীরের দীর্ঘ একটি রচনা, স্ত্রী রুবী ইসলামের স্মৃতিকথা এবং আমিনুল ইসলাম-লিখিত অগ্রন্থিত দুটি রচনা। এই দুটি রচনা সংগ্রহ করে দিয়েছেন সাংবাদিক আশফাকুর রহমান। আশা করি গ্রন্থটি শিল্প-শিক্ষার্থী ও শিল্প-অনুরাগী সকলের ভালো লাগবে।
আবুল হাসনাত কবি ও সাংবাদিক। তিনি মাহমুদ আল জামান নামে কবিতা লেখেন। তাঁর জন্ম ১৭ জুলাই ১৯৪৫ সালে পুরনো ঢাকায়। ষাটের দশক থেকে কাব্যচর্চার সূত্রপাত। ঝঞ্ঝাক্ষুব্ধ ষাটের দশকের প্রতিবাদ ও সংগ্রামমুখর জীবনের প্রতিচ্ছবি যেমন তাঁর কাব্যবিশ্বাসে জায়গা নিয়েছে তেমনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রাপ্তি-অপ্রাপ্তিজনিত আনন্দ-বেদনা, অস্থিরতা, নৈরাশ্য ও সংকটময় মুহূর্তগুলিও তাঁর বোধে প্রবলভাবে নাড়া দিয়েছে। সবকিছুর অন্তরালে ক্রোমন্টিক কাব্যধারারও প্রবল স্রোত তাঁর চেতনায় নীরবে বয়ে গেছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: 'জ্যোৎস্না ও দুর্বিপাক', 'কোনো একদিন ভুবনডাঙায়', 'ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল' ও 'নির্বাচিত কবিতা'। প্রবন্ধগ্রন্থ: 'সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য' ও 'জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য'; শিশু ও কিশোরদের নিয়ে রচিত গ্রন্থ: 'ইস্টিমার সিটি দিয়ে যায়', 'টুকু ও সমুদ্রের গল্প', 'যুদ্ধদিনের ধূসর দুপুর', 'রানুর দুঃখ-ভালোবাসা'; কিশোর জীবনী : 'জসীমউদ্দীন', 'চার্লি চ্যাপলিন', 'সূর্যসেন', 'কিশোরসমগ্র' এবং 'প্রত্যয়ী স্মৃতি ও অন্যান্য'। বাংলাদেশের ঐতিহ্যবাহী দৈনিক 'সংবাদে'র সাহিত্য সাময়িকী দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সঙ্গে সম্পাদনা করেছেন। একসময় বাংলাদেশের সাহিত্যের দর্পণ হয়ে উঠেছিল সংবাদ সাময়িকী। বর্তমানে সাহিত্যপত্রিকা 'কালি ও কলমে'র সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক 'শিল্প ও শিল্পী'র তিনি সম্পাদক। ১৯৮২ সালে টুকু ও সমুদ্রের গল্পে'র জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০১৪ সালে অর্জন করেছেন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো।