"পিশাচের প্রতিহিংসা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ গত বইমেলায় মুক্তদেশ প্রকাশনীর স্বত্বাধিকারী জাবেদ ইমন আমার একটি হরর গল্প সংকলন বের করেছিলেন প্রেতচক্র’ নামে। এবারে তাঁর অনুরােধে এই পিশাচ উপন্যাসটি লিখে দিতে হলাে। আমি বাংলাবাজারের প্রকাশকদের জন্য খুব বেশি হরর কিংবা পিশাচ উপন্যাস লিখিনি। স্বল্প যে ক’টি লিখেছি সবগুলােই পাঠক সাগ্রহে গ্রহণ করেছেন। আমি নিশ্চিত ‘পিশাচের প্রতিহিংসা অতীতের রেকর্ড ভঙ্গ করবে। কারণ এমন গা ছমছমে পিশাচ উপন্যাস আমার পাঠকরা এর আগে কখনও পড়েননি, গ্যারান্টি দিয়েই বলতে পারি। এ বইটি যিনি কম্পােজ করেছেন, সাইবর্গ কমের আজাদ ভাই, তিনি বেশ কয়েকবারই আমাকে বলেছেন লেখাটি রাতের বেলা কম্পােজ করার সময় একলা ঘরে তার নাকি খুব ভয় লাগছিল! আজাদ ভাই শুধু ভালাে কম্পােজই করেন না, পাঠক হিসেবেও তিনি দারুণ এবং যথেষ্ট খুঁতখুঁতেও। ভালাে না লাগলে সােজা মুখের ওপর বলে দেন অমুক বইটি তাঁর পছন্দ হয়নি। আজাদ ভাইয়ের যখন বইটি কম্পােজ করার সময় গা ছমছম করেছে, আমি জানি, আমার হরর প্রিয় পাঠকরাও ‘পিশাচের প্রতিহিংসা পড়ার সময় একই অনুভূতি দ্বারা তাড়িত হবেন। আর আমার নিয়মিত পাঠকরা তাে জানেনই অনীশ দাস অপুর হরর ও পিশাচ কাহিনী মানেই ভয় ও আতংকের জগতে প্রবেশ যেখান থেকে ফিরে আসতে চাইলেই ফেরা যায় না! অনীশ দাস অপু
পাঠকনন্দিত অনুবাদক অনীশ দাস অপু ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে এই কৃতি লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর পাস করেন। ছাত্রাবস্থায়ই তিনি দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলোতে অনুবাদক হিসেবে কাজ করতে শুরু করেন, এবং ফিচার, গল্প ও উপন্যাস অনুবাদ করতে থাকেন। অনীশ দাস অপু এর বইগুলো সাধারণত থ্রিলার ও হরর ধাঁচেরই হয়ে থাকে। তবে ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও অনুবাদেও পিছিয়ে নেই তিনি। অনীশ দাস অপু এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো থিংক অ্যান্ড গ্রো রিচ, আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর (সিডনি শেলডন), দ্য স্কাই ইজ ফলিং (সিডনি শেলডন), সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ (আলফ্রেড হিচকক), শ্যাডো অফ দ্য ওয়্যারউলফ (গাই এন স্মিথ), ইলেভেন মিনিটস (পাওলো কোয়েলহো), প্রেত, শাঁখিনী, কিংবদন্তীর প্রেত, আয়নাপিশাচ, পিশাচবাড়ি ইত্যাদি। এ পর্যন্ত তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় চার শতাধিক। অনীশ দাস অপু এর বই সমগ্র বাংলাদেশের থ্রিলার ও হরর পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে পাশ্চাত্য ধারার হরর গল্প ও উপন্যাস লেখার ক্ষেত্রে তিনি যোগ করেছেন এক নতুন মাত্রা, পেয়েছেন তুমুল পাঠকপ্রিয়তা। নিজের মূল পেশা হিসেবে লেখালেখি বেছে নিলেও অনীশ দাস অপু যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সিনিয়র সাব-এডিটর হিসেবে কাজ করেছেন এই কৃতি অনুবাদক ও লেখক।