শিহাবকে বন্ধুরা গ আকার বলে জানে। গ আকার মানে গাধা। হাজার হােক বন্ধু! তাই ওকে সরাসরি গাধা না বলে সাংকেতিক পদ্ধতিতে গ আকার শব্দটি প্রয়ােগ করে। এই নিয়ে শিহাবের খুব মন খারাপ। সর্বক্ষণ গুম মেরে থাকে। তবে শিহাবকে গ আকার না ডেকে ওর বন্ধুদের উপায়ই বা কি? গাধার মগজেও বােধ করি কিছু বুদ্ধি টুদ্ধি আছে। শিহাবের সেটুকুও নেই। এমন ম্যাদামারা ছেলে সুমনরা দ্বিতীয়টি পায়নি। শিহাব, রুমন, সুমন, রােকন একই স্কুলে নাইনের ছাত্র। ওদের প্রাইভেট টিউটরও একই ব্যক্তি, ওয়াজেদ মাস্টার। শিহাবদের বাড়িতেই ওয়াজেদ স্যার সকালে পড়াতে আসেন। মাদুর পেতে গােল হয়ে বসে তারা পড়ে। ওয়াজেদ স্যার শিক্ষক হিসেবে দারুন। বিশেষ করে অঙ্কে। গার্জিয়ানরা ওয়াজেদ স্যারকে ‘অঙ্কের পােকা’ ডাকেন। যতাে জটিল অঙ্কই হােক, স্যার চোখ বুজে কষে ফেলেন। দোষও আছে, ছাত্র পড়াতে এসে শুধু ঘুমায়। শিহাবদেরকে জোরে জোরে পড়তে হয়, সুর করে করে। স্যারের যখন বিচিত্র শব্দে নাক ডাকা শুরু হয় তখন শিহাবরা একটু রেস্ট নেয়। পড়া ফেলে একথা সেকথা বলে গুলতানি মারে। ঘুম কাতুরে স্যারের কানে ছাত্রদের পড়ার শব্দ ঢুকে না। স্যারের ঘুম ভেঙ্গে যায়। লাল চোখে কটমট করে তাকিয়ে হুঙ্কার দেন, বলি হচ্ছে কি? তােরা পড়া থামালি যে? শুধু এটুকু বললে না হয় পােষাতাে। কিন্তু স্যার চলে যান পরবর্তী এ্যাকশনে। এ ধার থেকে ও ধার পর্যন্ত শপাৎ শপাৎ চালায় সন্ধি বেত। এরপর নামেন আরাে ভয়ঙ্কর কাণ্ডে। এক ধার থেকে প্রশ্ন শুরু করেন। সঠিক উত্তর দিতে পারলেতাে ভালােই।
জন্ম ৯ জানুয়ারি, ১৯৪৬ খ্রিস্টাব্দ। ময়মনসিংহ শহরে, মাতুলালয়ে। শৈশব-কৈশাের এবং যৌবনের একাংশ কেটেছে ব্রহ্মপুত্র নদের ধারে। ময়মনসিংহ শহরেই। এম. এ (বাংলা) প্রথম পর্ব। উত্তীর্ণ হয়েই ইতি টেনেছেন শিক্ষা জীবনের। অভিজাত পরিবারের সন্তান হয়েও জীবনে বিচিত্র সব পেশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। শম্ভুগঞ্জের পেট্রোল পাম্পের সেলস বয় হিসেবে কর্মজীবনের সূচনা। এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন কিছুদিন। সাবানও বিক্রি করেছেন যাদব লাহিড়ী লেনে বসে। এক কলেজে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। আবার পেশা বদল । সম্পৃক্ত হন সাংবাদিকতায়। প্রথমে ঢাকার একটি জাতীয় পত্রিকা দৈনিক দেশ'-এ। পরে দৈনিক দিনকাল'-এ। বর্তমানে এই কাগজেই যুগা বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ষাট দশকের প্রথমার্ধে। কাব্য রচনার সূত্রপাত। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা সাত। শিশু-কিশাের উপন্যাস। ‘কোকাকাকা’, ‘লেবেনডিশ’, ‘ছক্কামামার গালগল্প, ‘বােগাস ভূত’, ‘গু ফর নাতিন', আগুনের জ্বিন', ‘শিহাবের যত কাণ্ড’, ‘নিঝুমপুরের পােড়ড়াবাড়ি', নীলগঞ্জের ভূত’ ও ‘টম সাহেবের অদ্ভুত বাড়ি' পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও রয়েছে। বড়দের জন্যে রচিত প্রথম বৃষ্টি। পূর্বপুরুষগণ’ তাঁর দীর্ঘ উপন্যাস। ময়মনসিংহ নাগরিক সংবর্ধনা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সংবর্ধনা, পূরবী স্বাধীনতা পদক, জিসাস সাহিত্য পুরস্কার, রূপালী তারার মেলা শিশু পুরস্কার, ময়মনসিংহ প্রেসক্লাব পদক, সময় নৃত্যকলা একাডেমী পুরস্কারসহ আরাে খ্যাত-অখ্যাত পুরস্কার লাভ করেছেন। বিদেশ সফরের মধ্যে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ভ্রমণ করেছেন। স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তান নিয়ে সুখে-দুঃখে জীবন কাটছে।