"আজকের নেতা : সফল নেতৃত্বের শত কৌশল" বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ: পুরাে বইটিতেই বাংলাদেশের হাল আমলের চলমান নেতৃত্বের ধারা প্রতিফলিত হয়েছে। “কৌশল” আকারে উপস্থাপিত হয়েছে জনগণ কিভাবে আগ্রহের সাথে শাসিত হতে চায়, তার সাধারণীকৃত (generalized) নির্যাস। বইটি যদি পাঠককে কিঞ্চিত আনন্দ - দিতে পারে, তাহলেই আমি আমার শ্রম সার্থক মনে করব। প্রশ্ন জাগতে পারে, শুরু করলাম “জ্ঞান আহরণের প্রয়ােজনের কথা বলে, কিন্তু শেষ করছি “আনন্দ দেয়ার ক্ষীণ আশা ব্যক্ত করে—কেন? তাহলে তাে কারণ বলতেই হয়। সকল সফল এবং কার্যকর জ্ঞানই আনন্দদায়ক। শুধু তাই নয়, জ্ঞান—হােক তা বস্তুগত বা ভাবগত—তার পরমে পৌঁছে আনন্দে পরিণত হয়। আবার, বিপরীতপক্ষে, সব পরিণত আনন্দই স্মৃতির ভাণ্ডারে বাস্তব এবং প্রয়ােগযােগ্য জ্ঞানের আকর হিসেবে সঞ্চিত থাকে। আরাে ব্যাপক অর্থে বলতে হয়, সব সার্থক জ্ঞানই আমাদের মধ্যে মহৎ অনুভূতির সৃষ্টি করে; এবং মহান অনুভূতিও পরিণামে জ্ঞানের সক্রিয়তা পায়। সুতরাং, প্রসঙ্গত সংক্ষেপে বলা যায়, জ্ঞানের সার্থকতাকে যেমন তার এই অনুভূতি-সৃষ্টির ক্ষমতা দ্বারা যাচাই করা যায়, তেমনি মহৎ অনুভূতির অস্তিত্বও তার জ্ঞানসুলভ কার্যকারিতার দ্বারা আবিষ্কার করা যায়। অতএব, পাঠককে কিছুটা আনন্দ দিতে পারলেই বইটি লেখার পেছনে আমার ব্যয়িত প্রচেষ্টাকে সার্থক মনে করব।
প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন এস. এম. জাকির হুসাইন এর জন্ম ১৯৭১ সালের ৩১শে অক্টোবর, খুলনা জেলার এক ছোট্ট গ্রামে। বাবার দ্বারা প্রভাবিত হয়ে শিশু বয়সেই জ্ঞানচর্চা আর লেখালেখিতে উদ্বুব্ধ হন তিনি; অনানুষ্ঠানিকভাবে লেখালেখি শুরু করেন ৬ষ্ঠ শ্রেণী থেকেই। পড়ালেখায় তিনি ছিলেন দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এম.বি.এ এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়াও তার ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স ডিগ্রী আছে, এম.এস.সি করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়েও। এস. এম. জাকির হুসাইন এর বই সমূহ ছোট-বড় সব বয়সের মানুষের জন্য পাঠোপযোগী। কর্মজীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলেও লেখালেখিই তার মূল আকর্ষণ। ভাষার উপর দারুণ দখল থাকায় ইংরেজি ভাষা শিক্ষা, ব্যাকরণ, শ্রবণ এবং লিখিত দক্ষতার উপর তিনি অসংখ্য বই লিখেছেন। ভাষা শিক্ষার বইয়ের পাশাপাশি ‘বাংলাভাষা পরিক্রমা’, ‘ধ্যানের শক্তি ও নবজীবন’, ‘অন্ধকারের বস্ত্রাহরণ’ (দুই খণ্ড), ‘গোপন মৃত্যু ও নবজীবন’ ( দুই খণ্ড) ইত্যাদি বইও তার বই সমূহের মাঝে অত্যন্ত জনপ্রিয়।