"এ ডিকশনারি অফ ইংলিশ স্ট্রাকচারেস" বই নিয়ে লেখা: বইটিতে কী আছে? বইটিতে ইংরেজি ভাষার প্রায় সব বাক্যরীতি (pattern) এবং বাক্যকাঠামাে (structure) রয়েছে। এটিকে রেফারেন্স গ্রন্থ হিসেবেও ব্যবহার করা যাবে কিংবা সুবিধা মতাে বা প্রয়ােজন মতাে এর থেকে নির্বাচিত অংশ বা সমগ্র বইটি পড়ে মুখস্থ করে ফেলা যাবে। বইটিকে কিভাবে ব্যবহার করতে হবে? *যে-কোনাে structure, যা আপনার আবছাভাবে মনে পড়ছে, আপনি বইটি থেকে বের করে নিতে পারবেন। আন্দাজে structureটির যে কোনাে গুরুত্বপূর্ণ key-word (যেমন as, than, too, so, though, - would ইত্যাদি) বইটিতে বের করে তার অধীনে খুঁজলেই structureটি পাওয়া যাবে। একটি key-word এর অধীনে structureটিকে না পাওয়া গেলে সংশ্লিষ্ট অন্য একটি key-word এর অধীনে খুঁজুন। যেমন, He is too weak to walk structureটিকে too এর অধীনে না পাওয়া গেলে to এর অধীনে খোঁজ করতে হবে। তাছাড়া যে-কোনাে key-word দ্বারা কতগুলি structure গঠিত হয়েছে। তা জানতে হলে উক্ত key-word এর অধীনে দেখতে হবে। *সব ক্ষেত্রে cross-reference অনুসরণ করতে হবে। *অনেক সময়ে কোনাে বই পড়তে পড়তে কোনাে একটি বিশেষ structure এর বাক্যের সম্মুখীন হলে কেউ কেউ বুঝতে পারেন যে বাক্যটির অর্থ তার জানা নেই। এরূপ বাক্যের গঠন-রহস্য এবং অর্থকাঠামাে জানার জন্যও key-word পদ্ধতি অবলম্বন করে বইটিকে ব্যবহার করা যাবে। *বইটি পড়ার আগে বইটির কয়েকটি পৃষ্ঠায় একবার চোখ বুলিয়ে নিলে সহজেই বুঝা যাবে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে।
প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন এস. এম. জাকির হুসাইন এর জন্ম ১৯৭১ সালের ৩১শে অক্টোবর, খুলনা জেলার এক ছোট্ট গ্রামে। বাবার দ্বারা প্রভাবিত হয়ে শিশু বয়সেই জ্ঞানচর্চা আর লেখালেখিতে উদ্বুব্ধ হন তিনি; অনানুষ্ঠানিকভাবে লেখালেখি শুরু করেন ৬ষ্ঠ শ্রেণী থেকেই। পড়ালেখায় তিনি ছিলেন দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এম.বি.এ এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়াও তার ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স ডিগ্রী আছে, এম.এস.সি করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়েও। এস. এম. জাকির হুসাইন এর বই সমূহ ছোট-বড় সব বয়সের মানুষের জন্য পাঠোপযোগী। কর্মজীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলেও লেখালেখিই তার মূল আকর্ষণ। ভাষার উপর দারুণ দখল থাকায় ইংরেজি ভাষা শিক্ষা, ব্যাকরণ, শ্রবণ এবং লিখিত দক্ষতার উপর তিনি অসংখ্য বই লিখেছেন। ভাষা শিক্ষার বইয়ের পাশাপাশি ‘বাংলাভাষা পরিক্রমা’, ‘ধ্যানের শক্তি ও নবজীবন’, ‘অন্ধকারের বস্ত্রাহরণ’ (দুই খণ্ড), ‘গোপন মৃত্যু ও নবজীবন’ ( দুই খণ্ড) ইত্যাদি বইও তার বই সমূহের মাঝে অত্যন্ত জনপ্রিয়।