সূচিপত্র অধ্যায় -১: আল-আকীদা * আল্লাহর পরিচয় * ঈমান-তাওহীদ ও রিসালতের ঘোষণা দাও * ঈমানের বিষয়সমূহ * আল্লাহর সত্ত্বা ও গুণাবলীর উপর ঈমান * ফিরিশতাদের উপর ঈমান * কিতাব সমূহের উপর ঈমান * রাসূলগণের উপর ঈমান * আখেরাতের উপর ঈমান * তাকদীরের উপর ঈমান * তাওহীদ এর পরিচয় * শিরক এর পরিচয় * বিদআদ * রাসূল (সাঃ) এর আনুগত্য ও অনুসরণ * ইসলামে পরিপূর্ণ দাখিল হও * পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না
অধ্যায়-৩ : আল কুরআন-তাজবীদ * ইলমে তাজবীদ শিক্ষার গুরুত্ব * মাদ্দে তাবয়ী-যবরের বাম পাশে খালি আলিফ * মাদ্দে তাবয়ী -যেরের বাম পাশে যজম ওয়ালা ইয়া * মাদ্দে তায়বী- পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও * মাদ্দে লীন-যবরের বাম পাশে যজম ওয়ালা ওয়াও * মাদ্দে লীন-যবরের বাম পাশে যজম ওয়ালা ইয়া * মাদ্দে বদল - খাড়া যবর ,কাড়া যের , উল্টা পেশ * মাদ্দে মুনফাসিল ও মাদ্দে মুত্তাসিল-তিন ও চারি আলিফ মাদ্দ * নুনে সাকিন ও তানবীন পরিচয় * ইজহার , ইকলাব, ইদগাম ও ইখফা-নুনে সাকিন ও তানবীন * মীমে সাকিন * হরফে শামছী ও হরফে কামরী * কুরআন তিলাওয়াতে আরো কিছু তাজবীদের নিয়ম * তিলাওয়াতে সিজদা * ওয়াকফ ও ওয়াক্ফের চিহৃ * রাসূলুল্লাহ সাঃ এর কুরআন পাঠের রীতি
অধ্যায়-৪ : আমপারা-তাজবীদের কালার কোড অনুসারে নাজিরাহ তিলাওয়াত * তাজবীদের কালার কোড ব্যবহারের নিয়মাবলী * আমপারা-সূরা ফাতিফা থেকে সূরা নাবা
অধ্যায়-৫ : আল-হাদীস (সুন্নাহ) * সীরাত-হেরা গুহায় হযরত মুহাম্মদ (সাঃ) এর নবুওয়াত লাভ * বিষয়ভিত্তিক ২৫ টি হাদীস * প্রিয় নবী (সাঃ) এর ব্যবহারিক সুন্নাত
অধ্যায়-৬: আল-ফিকহ্ * তাহরাত ও নাজাসাত * গোসল * নামাযের সময় * পাঁচ ওয়াক্ত নামাজের রাকাতসমূহ ও নামায ভঙ্গের কারণ * নামাজের শ্রেণী * সহীহ নামাজ শিক্ষা রাসূলুল্লাহ (সাঃ) এর নামাজ * নামাজের আদব ও করণীয় * সালাতুল বিতর * সালাতুল জুম’আ * মৃত্যুর পূর্বে ও পরে করণীয় সমূহ * মাইয়্যেতের গোসল ও কাফন * জানাযার নামাজ, দাফন ও কবর জিয়ারত * কবীরা গুনাহ সমূহ
অধ্যায় -৭ : আল-ইবাদত * ইসলামের বুনিয়াদী ইবাদত * কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত * সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকর * সাদাকাহ * পর্দা বা হিযাব একটি ইবাদত
অধ্যায়-৯ : ইসলামী আদব আখলাক * মসজিদের আদব * মাতা-পিতার প্রতি আদব * ধুমপানের কাছেও যাবে না
অধ্যায়-১০ : মানব সৃষ্টির ইতিহাস * প্রথম মানুষ হযরত আদম (আঃ) * কে শ্রেষ্ঠ , আদম না ফিরিশতা? * আদম হাওয়ার চির দুশমন ইবলিশ * আল্লাহর জান্নাতে আদম-হাওয়া (আঃ) * আদম-হাওয়া-ইবলিশকে পৃথিবীতে অবতরণ * পৃথিবীতে আদম আল্লাহর খলিফা * আল্লাহর খিলাফত ও শয়তানের রাজত্ব
অধ্যায় -১১ : ইসলামের সংস্কৃতি ও সভ্যতা * ইসলামী সংস্কৃতির পরিচয় * মিউজিক, গান বাজনার ক্ষতিকর প্রভাব * মুসলিম এক জাতি
জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় পার করে দিয়েছি সংবাদপত্র ও প্রকাশনা জগতে কাজ করে কাছ থেকে দেখেছি, দেশ বরেণ্য কবি-সাহিত্যিকদের। তাদের কাছ থেকে পেয়েছি স্নেহ ও ভালােবাসা। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সাহিত্য সংগঠনে অংশগ্রহণ করে আসছি । আমার লেখালেখির সবচেয়ে বড় প্রেরণা, যাকে আমি সাহিত্যের এক নক্ষত্র মনে করি। তিনি হলেন, আমার চাচাতাে ভাই আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন । আরও শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, কবি ও রম্যসাহিত্যিক শাহজাহান আবদালী এবং কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনকসহ অনেককে। আমার ফেইসবুক আইডিতে যারা আছেন, তারা বেশির ভাগই লেখালেখির সাথে জড়িত। অনেকে বই প্রকাশ করার আগ্রহ প্রকাশ করে আমার ইনবক্সে লিখেন । অনেকে বলেন, একক বই বের করতে হলে প্রচুর টাকা দরকার । সেই সামর্থ্য আমার নেই। এ ধরনের কথা শুনতে শুনতে সিদ্ধান্ত নিলাম আমার সম্পাদনায় একটি যৌথ কবিতাসমগ্র বের করব । নামকরণ করার জন্য আমার প্রিয় লেখক বাংলার প্রফেসর কবি পল্লব সেনগুপ্ত দাদার কাছে মতামত জানতে চাই। দাদা একদিন সময় নিয়ে চমৎকার একটি নামকরণ করেন। ‘যুক্তাঞ্জলি' এটি একটি কবিতাসমগ্র । এই জন্য দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বইটি আশা করি সকল সাহিত্যপ্রেমী বন্ধুদের ভালাে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।