"দিন ফুরিয়ে রাত্রি" বই এর ফ্ল্যাপের লেখা শুধু আকারেই বড় নয়, কুশলী কলাকার দেবল দেববর্মার এই উচ্চাকাঙ্ক্ষী উপন্যাস, প্রকারেও অন্যন্য। প্রথম স্বাধীনতা-দিবস থেকে এ কাহিনীর সূচনা। আর সমগ্র কাহিনীর যবনিকা আর এক আরম্ভের সূচনায়, কুড়ি বছরের একাদিক্রম কংগ্রেস শাসনের অবসান যেদিন পশ্চিমবঙ্গে। এ-উপন্যাসের অন্যতম চরিত্র আজীবন কংগ্রেসী, স্বাধীনতা সংগ্রামী ব্রজবিলাস সরকারের জীবনাবসানও যে ওই বিশেষ দিনে, এ ঘটনা তাই নিতান্ত সমাপতন হয়ে থাকে না, অন্বিত হয় গূঢ়তর তাৎপর্যে। তবে এই খণ্ডের বিস্তার খাদ্য আন্দোলনের অগ্নিগর্ভ দিনগুলি পর্যন্ত । অথচ এ-কাহিনী রাজনৈতিক নয় । স্বাধীনতার উন্মেষকালে কলেজে ভর্তি হওয়া এক মেধাবী ছাত্র দীপ্তেন্দুর ঘাত-প্রতিঘাতময় জীবনের প্রতিটি বাঁক এ-উপন্যাসের প্রধান আকর্ষণ। যেমন ব্রজবিলাসের নাতনি অগ্নিবীণার সঙ্গে দীপ্তেন্দুর সম্পর্কের বিচিত্র নকশা ফোটানো টানাপোড়েন এবং সেই সূত্রে বহু অবিস্মরণীয় চরিত্রের, বহু জটিল গ্রন্থির, সমকালীন রাজনীতির বহু উত্তাল মুহূর্তের উন্মোচন-উদ্ঘাটন। তীব্র গতিময় ও দুরন্ত কৌতূহলকর এই কাহিনী, যা ধরে রেখেছে রূপবতী মাধুরীর দ্বিচারণ ও দীর্ঘশ্বাস, মঞ্চসফল বাবলিরানীর মুখোশের আড়ালে বাবলু দাশের নিঃস্ব মুখ, চার-পাঁচ ও ছয়ের দশকের গ্রাম বাংলা এবং শহর কলকাতার জীবন্ত প্রতিচ্ছবি।
Debol Debborma ভন্ম ওড়িশার ঝাড়সুগদায় মাতামহের বাসস্থলে। পিতা চণ্ডীচরণ চট্টোপাধ্যায়ের ছিল বদলির চাকরি। সেই সুবাদে শৈশব-কৈশাের কেটেছে দূর মফঃস্বলের স্থান থেকে স্থানান্তরে। মেদিনীপুরের পাঁচটি স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়া। সালকিয়া অ্যাংলাে-সংস্কৃতি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন। বেলুড় ও বাঁকুড়ায় আই. এস-সি.। বাঁকুড়া ক্রিশ্চান কলেজ থেকে স্নাতক। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। কর্মজীবনের সূচনায় স্কুল-মাস্টারি। মফঃস্বল এবং কলকাতার স্কুলে। মাস কয়েক এ. জি. বেঙ্গলের চাকরি। তারপর ড. বি. সি. এস. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাণিজ্যকর আধিকারিক সহকারী কমিশনার হওয়ার পর অবসর। বর্তমান নিবাস সল্ট লেকে। কলেজ জীবন থেকেই সাহিত্যরচনায় ঝোক। প্রবাসী আয়ােজিত এক গল্প। প্রতিযােগিতায় জীবনের প্রথম বড়দের গল্প। সেই গল্পে বিশেষ পুরস্কারের সম্মান। এরপর থেকে নিয়মিত লেখালেখি। প্রথম অজিত চট্টোপাধ্যায় এই স্বনামে, পরে দেবল দেববর্মা ছদ্মনামে। প্রকাশিত গ্রন্থ প্রায় ৬০ এর অধিক। বেতারে-দূরদর্শনে একাধিক কাহিনির সম্প্রচার, নাটক সিরিয়াল রূপে। পছন্দ দূরভ্রমণ, সবুজ রঙ।