টুনটুনি গো টুনটুনি নাচলে বাজে ঝুনঝুনি ফুড়–ত ফুড়–ত যায় উড়ে সুখের আমেজ মন জুড়ে। সমানে পিছে যেটুকু পায় কুটুস কুটুস পোকা খায় টুনটুনাটুন গানটা গায় পাতার ফাঁকে মুখ লুকায়। ছোট্ট একটি পাখি এই টুনটুনি। শহরে যারা থাকে তারা এই পাখি হয়েতো দেখেনি। কিন্তু গ্রামে এই পাখিটি দেখা যায়। টুনটুনি নিয়ে এমন একটা আস্ত বই হয়ে যাবে, তা কি টুনটুনি জানে? টুনটুনি না জানলেও তোমরা তো জেনেছ বন্ধুরা। তাই টুনটুনির সাথে দেখা হলে বলে দিও। ছড়ার মধ্যে যে ছন্দ আর কল্পনার এক মিলন থাকে তা পড়তে অনেক ভালো লাগছে ছোট্ট ছোট্ট সোনামণিদের। রেজিনা ইসলামের লেখা এ বইটির পৃষ্ঠা সংখ্যা ১৬। রঙিন ছবি আর আর্টবোর্ডে ছাপা এ বইটি বুকের সাথে জড়িয়ে নিতে চাইবে শিশু-কিশোররা। শিশুরা কিন্তু ছড়া শুধু পড়ে না। অনেক সময় ছড়া পড়তে পড়তে নাচেও। নেচে নেচে ছড়া পড়তে তাদের যে আনন্দ তা দেখতে চাইলে এ বইটি তাদের হাতে তুলে দিতে পারেন। টুনটুনি ছাড়াও এ বইয়ে আছে টিকটিকি, ভোমরা, পুঁটি, ঘাসফড়িং, মাকড়সা, হাঁসের ছানা, ব্যাঙ্গের ছড়া, প্রজাপতি লাল নীল, হাতি আর নাতি, কোন পাখি, কাকতাড়–য়া এবং কানাবগি হাসে কেন শিরোনামের ছড়া। সূচি দেখেই বোঝা যায় আমাদের চারপাশে ছড়ানো-ছিটানো যেসব ছোট-বড় প্রাণী আছে তাদের নিয়ে এসব ছড়া রচিত হয়েছে। এটা একটা বিশেষ দিক যে, এই ছড়াগুলোর মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু এসব প্রাণীর সম্পর্কে একটা ধারণা পাবে। ফুটফুটে এক নাদুসনুদুস পিচ্চি হাঁসের ছানা সাঁতরে বেড়ায় জলের মাঝে ভোর থেকে একটানা। সাঁতার কাটে ডিগবাজি খায় দেখায় কেমন ভাব ঠাট্টা করে বলে, ছানা এ আমার বাথটাব! ছন্দ আর বিষয়-বৈভবে ভরা এ ছড়ার বইটি ছড়ার পাঠের স্বাদই বদলে দেবে। স্কুলের পাঠ্য বইয়ের বাইরে যেসব ছড়ার বই পড়া হয় সেসব ছড়ার বই শুধু আনন্দ বা বিনোদনের জন্যই নয়। এসব থেকেও অনেক কিছু শিক্ষা লাভও করা সম্ভব। এমনই একটি শিক্ষণীয় ও মজাদার ছড়ার বই এই ‘টুনটুনি গো টুনটুনি’। বইটি উপহার হিসেবেও দেওয়া যাবে প্রিয় বন্ধুদের।