ফ্লাপ মৃত পথযাত্রী অজ্ঞান তরুণরে অনুভব নয়িে যাদুকরী ভাষায় কোনো গল্পরে সুর রয়িালজিমকে র্মমর্স্পশি করে রাখার জন্য ‘পাসওর্য়াড’ গল্পটি পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখার পাশাপাশি জীবনরে নর্মিম বাস্তবতাকে র্মূত করে । জীবনরে নর্মিমতাকে নর্মিোহ ভংগতিে এত আবগেময় করে যে সৃষ্টি করা যায় তার অনবদ্য উদাহরণ ‘ নামরে গল্পটি। ভন্নি মাত্রার এই সৃষ্টি কাজী রাফরি সৃজনশীলতার অনবদ্য সক্ষমতাকইে নর্দিশে করে । স্বামী-স্ত্রীর মধুর সর্ম্পকরে মাঝওে থাকে আড়াল । মনোস্তাত্তকি ‘আড়াল’ গল্পরে রসায়নে গল্পকার পরকীয়া সর্ম্পককে প্রতীকরে মাধ্যমে এমনভাবে উপস্থাপন করছেনে যনে এই সর্ম্পকগুলোর মাঝে বরিাজমান সব আড়াল সমাজরে এক একটি ক্ষত উন্মোচন করতে করতে আমাদরে পরশিষেে দাঁড় করয়িে দয়ে জীবন নয়িে খলো করা কোনো এক অদৃশ্য আড়ালরে সামনে । গ্রন্থরে প্রতটিি গল্প আলাদা আলাদা করে ভন্নি ভন্নি র্বাতা বহন করে । একটি গল্প অন্য আরকেটি গল্পরে চয়েে একবোরে আলাদা হয়ওে একখানে এই গল্পগুলোর সূত্র গাঁথা আর তা হলো গল্পকাররে নজিস্ব ভাষার স্বতন্ত্রতা এবং গতমিয়তা । ধনুকরে মতো টান টান বাক্যগুলো পাঠককে শুধু বুঁদ করে রাখে না সাথে সাথে তার বোধরে মাঝে রখেে যায় গভীরতর এক অনুভব আর ভালোবাসা । ‘উত্থান’ গল্পরে অনকে অশ্লীল শব্দ তাইতো অশ্লীল না হয়ে হয়ে যায় পাঠকরে একান্ত নজিস্ব অনুভবে জগেে উঠা সামাজকি অবক্ষয় আর মূল্যবোধহীনতার বরিুদ্ধে তাদরে প্রতবিাদরে ভাষা । কাজী রাফরি ভাষা হয়ে যায় পাঠকরে আপন চনো ভূবনরে একান্ত ফসিফসি কথোপকথোন।
কথাসাহিত্যিক কাজী রাফি ১৯৭৫ সালের ২২ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী রইচ উদ্দীন এবং মাতার নাম ফিরোজা বেগম। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়া থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশনসহ কমিশনপ্রাপ্ত হন । পরবর্তীতে তিনি নিজ ইংরেজিতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। ‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’ উপন্যাস তার লেখা প্রথম উপন্যাস। প্রথম উপন্যাসেই তিনি পাঠক এবং বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’ , ‘ত্রিমোহিনী’ , রূপডাঙ্গার সন্ধানে’ , ‘পাসওয়ার্ড’ , ‘রংধনুর সাঁকো’, ‘লে জোঁ নদীর বাঁকে’, নিঃসঙ্গতার নগ্ন খোলস’, অরোরার আঙুল’ ইত্যাদি উল্লেখযোগ্য । প্রথম উপন্যাস ‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’র জন্য পেয়েছেন ‘এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার-১০’ এবং ‘এম এস ক্রিয়েশন (শ্রেষ্ঠ গ্রন্থ) সম্মাননা’ । উপন্যাস এবং ছোটগল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছেন ‘নির্ণয় স্বর্ণপদক-২০১৩ ।