প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
শাব্বির আহসান
লেখক কিংবা সাহিত্যিকদের নিকট অভিজ্ঞতা একটি অমূল্য সম্পদ। দেশে-বিদেশে ঘুরে ঘুরে অভিজ্ঞতার ভাণ্ডার ভারী করা গেলে নিজের লেখার মাঝে সেই অভিজ্ঞতা প্রতিফলিত হয়। লেখক শাব্বির আহসান ও তেমনই একজন লেখক। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এ মেজর অবসর গ্রহণের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন, অংশগ্রহণ করেছেন প্রথম উপসাগরীয় যুদ্ধে (গালফ ওয়্যার, ১৯৯০-১৯৯১)। এছাড়াও তিনি দীর্ঘদিন সাফল্যের সাথে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষার মিশনে কাজ করেন। শাব্বির আহসানের বই ‘দ্য পিসকিপার’ তার এসব অভিজ্ঞতার আলোকেই লেখা। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে এই বইটি প্রকাশিত হয়। সেনাবাহিনী থেকে অবসরের পর শাব্বির আহসান লেখালেখিতে আগ্রহী হন। অবশ্য এর পূর্বে কিছুকাল কর্পোরেট জগতেও পদচারণা ছিল তার। বিশ্বব্যাংকের একটি প্রকল্পে কাজ করেছেন পরামর্শক হিসেবে। এসময় তিনি প্রচুর বই পড়তেন। পাশাপাশি অব্যহত রেখেছিলেন দেশ-বিদেশে ভ্রমণ। লেখালেখির শুরু তখন থেকেই। শাব্বির আহসান এর বই সমূহতে আছে তার কর্মজীবনের অভিজ্ঞতা এবং নিজস্ব জ্ঞানচর্চার প্রতিফলন। শাব্বির আহসান এর বই সমগ্রতে ‘দ্য পিসকিপার’ ছাড়াও আছে ‘ভাইরে আপুরে!!!- বই, লেখাপড়া, জীবন’, ‘শব্দশৈলীর আত্ম-উন্নয়ন ও মেডিটেশন বিষয়ক ৩টি জনপ্রিয় বই’ এর মতো পাঠকপ্রিয় বই। শাব্বির আহসান ১৯৬৮ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বুয়েটে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ-ও করেন। শিক্ষাজীবন শেষে সেনাবাহিনীতে যোগ দেন। তার পুরো পরিবারই উচ্চশিক্ষায় শিক্ষিত। তার বাবা ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী, আর মা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, একমাত্র মেয়েও পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েই।