Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Raju Ahmed books

followers

রাজু আহমেদ

রাজু আহমেদ নওগাঁ জেলা ও সদর থানার অন্তর্গত চকউজির গ্রামের শাহ পরিবারে ৩১ আগস্ট, ১৯৮৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাজু আহমেদ তাঁর ডাকনাম। প্রকৃত নাম মো. আব্দুল লতিফ। পিতা মো. আফতাব হোসেন শাহ এবং মাতা মোছা, লুৎফোন নাহার। তিন ভাই ও এক বোনের মধ্যে জ্যেষ্ঠ। শিক্ষা জীবনের শুরুতে চকউজির সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপর রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয় তারপর নওগাঁ সরকারি কলেজ শের-এ-বাংলা মহাবিদ্যালয় এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। লেখালেখি তিনি খুব ছোট কালেই শুরু করেছিলেন। এবং এখন তিনি এটিকে বেঁচে থাকার উৎসপ্রধান হিসেবে নিয়েছেন। বিমূর্ত গণিতচর্চা করলেও তিনি মূলত একজন মূর্তমান সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন শাখায় লিখে তিনি তাঁর আত্মপরিচয় সমুজ্জ্বল করেছেন। প্রত্যক্ষ বোধাধার মনে করে তিনি দেশের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ অবলোকন, আর্ট গ্যালারি পরিদর্শন ও জাদুঘরে সংরক্ষিত নিদর্শনসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে দেশের ধারাবাহিক ইতিহাস ও ঐতিহ্যসচেতন হওয়ার স্বতঃস্ফূর্ত প্রয়াস পান। আহরণ করার সুযোগ পান বিচিত্র বিষয়ে নান্দনিক জ্ঞান। চেতনা উৎপাদন কৌশলে সচেষ্ট থাকেন ব্যতিক্রম মাত্রার শিল্পগুণ ও শিল্পসত্তা প্রতিফলনে। সাহিত্য ও গণিতের তুলনামূলক স্থল চিন্তার বিশ্লেষণধর্মী সূক্ষ্মতা, গভীরতার ব্যাপকতা ও পরিসীমার পরীধি নিয়ামক কাজে লাগিয়ে উভয় ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক সৃজনে সদা তৎপর দৃষ্টিভঙ্গির পরিচয় তিনি বহন করেন। লাইব্রেরিকে 'জ্ঞানের সূর্য আখ্যা দিয়ে বই পড়া আর বই লেখার মাঝেই তিনি তাঁর সৃষ্টিশীল জীবনের অস্তিত্বের সন্ধান পান।

রাজু আহমেদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed