Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Altaf Hossain books

follower

মোঃ আলতাফ হোসেন

মোঃ আলতাফ হোসেন, পেশায় শিক্ষক, সাংবাদিক কলামিস্ট । শিক্ষকতার পাশাপাশি পরিবেশ ও খেলাধুলা নিয়েও কাজ করেন তিনি । শুধু শিক্ষক হিসেবে তাঁকে আখ্যায়িত করলে ভুল হবে। তিনি একজন দক্ষ সংগঠকও । পরিবেশ ও খেলাধুলা ছাড়াও তিনি সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখছেন । স্কুল জীবনে খেলাধুলায় চ্যাম্পিয়নশীপ অর্জনের মাধ্যমে তিনি হন একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ । বি.এ. পাশের পর তিনি বি.পি.এড. কোর্স সম্পন্ন করেন শারীরিক শিক্ষা কলেজ ঢাকা থেকে, ১৯৯৩-৯৪ সালে ৷ একই বছরে শুরু হয় তাঁর কর্মজীবন, শিক্ষকতা দিয়ে হাসনাবাদ কামুচানশাহ উচ্চ বিদ্যালয় কেরাণীগঞ্জে । প্রায় দু'বছর কর্মতৎপরতার মধ্যে দিয়ে একই পদে তিনি ১৯৯৬ সালে নিয়োগ পেয়ে যোগদান করেন ঐতিহ্যবাহী জিনজিরা পী.এম.পাইলট স্কুল এন্ড কলেজে । ২০০৬ সালে তাঁর প্রথম প্রকাশিত বই 'A book of Golden Touch Quotations' বাংলাদেশে প্রথম বাণী-চিন্তনীর বাংলা-ইংরেজী একসঙ্গে লিপিবদ্ধ করেন তিনি । জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষক হিসেবে সম্মাননা পদক- ২০১৩ লাভ করেন। ২০১৩ সালে শারীরিক শিক্ষাবিদ সমিতির কেরাণীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদে তাকে নির্বাচিত করা হয় । পরিবেশ রক্ষা ও দূষণ প্রতিরোধে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতা ও কলাম লেখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক সম্মাননা পদক লাভ বিভিন্ন সংগঠন থেকে ।

মোঃ আলতাফ হোসেন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed