Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Starts in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Tarek Reza books

follower

তারেক রেজা

"তারেক রেজা। জন্ম ৯ নভেম্বর ১৯৭৮, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন গঙ্গারামপুর গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে স্নাতক এবং ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে ‘সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার শিল্প-প্রকরণ’ বিষয়ে গবেষণা করে এম ফিল এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ‘চল্লিশের দশকের চারজন কবির কবিতা : বিষয় ও প্রকরণ [আহসান হাবীব, ফররুখ আহমদ, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান]’ বিষয়ে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। প্রবন্ধ ও কবিতা লেখার পাশাপাশি কিছু ছোটগল্প ও নাটক লিখেছেন তিনি। মঞ্চস্থ চারটি নাটক- আজকের সমাজ, এবং তারপর, নদী ও নারীর কথা, অনন্ত তৃষ্ণা। প্রকাশিত কাব্যগ্রন্থ : পিপাসার অপর চোখ (২০০১), পুথির একাল (২০১১), জল-অন্তঃপ্রাণ (২০১৩), চতুর্দোলা (২০১৫), ছিন্নপদ্য (২০১৬), দেয়াল ভেঙে দেখি (২০১৮); প্রবন্থগ্রন্থ : কবিতা : কালের কণ্ঠস্বর (২০০৯), সুভাষ মুখোপাধ্যায় : কবিমানস ও শিল্পরীতি (২০১০), রবীন্দ্রনাথ ও কজন আধুনিক কবি (২০১২), রবীন্দ্রনাথ বুদ্ধদেব এবং অন্যান্য প্রসঙ্গ (২০১২), কবিতার মন-মর্জি (২০১২), আবুল হোসেন : কবি ও কবিতা (২০১৫), আহসান হাবীব : কবি ও কবিতা (২০১৭); রূপান্তরিত গ্রন্থ : কাঠের মানুষ পিনোকিও (২০০৯, ফাদার মারিনো রিগন সহযোগে), ছন্দে ছন্দে পিনোকিও (২০১১)। সম্পাদিত গ্রন্থ : শ্রেষ্ঠ কবিতা : সমর সেন (২০১২), শ্রেষ্ঠ গল্প : রবীন্দ্রনাথ ঠাকুর (২০১৪)। ড. তারেক রেজা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।

তারেক রেজা এর বই সমূহ

(Showing 1 to 13 of 13 items)

Recently Viewed