প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
কমান্ডার খন্দকার আল মঈন
কমান্ডার খন্দকার আল মঈন, (সি), বিপিএম (বার), পিএসসি, বিএন বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন ২০০১ সালে। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের স্নাতক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র এমএসসি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়’র এমবিএ। ব্যক্তিগত জীবনে কমান্ডার মঈন, স্ত্রী তাসমিয়া তিথী, পুত্র খন্দকার ওমর আল আনাস এবং কন্যা মারইয়াম বিনতে মঈনকে নিয়ে আশীর্বাদ প্রাপ্ত। দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর ছোট ও মাঝারি জাহাজের অধিনায়কত্ব, নৌ গোয়েন্দা পরিদপ্তরের স্টাফ অফিসারের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন দারফুর, সুদানে জাতিসংঘ মিশন। ২০০৪ সালের একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার আসামিদের গ্রেনেডসহ গ্রেফতার করে ২০০৯ সালে এবং র্যাবে অগ্রণী ভূমিকা পালনের জন্য ২০২১ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’-এ ভূষিত হন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত কমান্ডার মঈন র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে বিপুল সংখ্যক জঙ্গি, চরমপন্থি, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ বিভিন্ন কুখ্যাত অপরাধীকে গ্রেফতারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রেখেছেন। সম্প্রতি র্যাব ফোর্সেস এর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত দস্যুমুক্ত সুন্দরবন বাস্তবায়নে ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র “অপারেশন সুন্দরবন” সিনেমাটির প্রযোজকের দায়িত্ব পালনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেন। ২০২১ সালের ২৫শে মার্চ থেকে তিনি র্যাব ফোর্সেস সদর দপ্তরে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কর্মরত।