প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আলী রেজা
আলী রেজা। একাডেমিক নাম মো. আব্দুর রশিদ। টাঙ্গাইল জেলাধীন ভূঞাপুর উপজেলার বরকতপুর গ্রামে ১৯৭৭ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি জন্ম। পিতা মো. বন্দে আলী ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাতা রওশন আরা গৃহিণী। সাত ভাই ও দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ আলী রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন যথাক্রমে ১৯৯৬ ও ১৯৯৭ খ্রিস্টাব্দে। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ খ্রিস্টাব্দে লাভ করেন এমফিল ডিগ্রি। বর্তমানে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (সেশন ২০২১-২০২২) গবেষক। পেশা: অধ্যাপনা। প্রকাশিত কবিতাগ্রন্থ: স্বপ্নরাঙা চোখ (প্রথম প্রকাশ ২০০৭), দ্বিতীয় সংস্করণ ২০২০। উপন্যাস: এতোদিন কোথায় ছিলে (২০০৮); যৈবতী কন্যার মন (২০০৮); প্রেমসুখ প্রেমদুঃখ (২০০৮)। গবেষণাগ্রন্থ: শরৎসাহিত্যে মানবতাবাদ (২০১৮)। প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে ব্যক্তি ও সমাজ (২০১৯); সাহিত্য ও মুক্তির সংগ্রাম (২০২১)। সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা সভাপতি: স্বরবৃত্ত আবৃত্তি সংসদ, ভূঞাপুর, টাঙ্গাইল। সদস্য সচিব: যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ভূঞাপুর উপজেলা শাখা। সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা শাখা। সাংগঠনিক সম্পাদক: ভূঞাপুর কেন্দ্রীয় সাহিত্য সংসদ, ভূঞাপুর। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), টাঙ্গাইল জেলা শাখা। আজীবন সদস্য: প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগার, ভূঞাপুর। সদস্য: সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুর। সদস্য: পুষ্পকলি প্রতিবন্ধি বিদ্যালয়, ভূঞাপুর। সদস্য: দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভূঞাপুর উপজেলা শাখা। পুরস্কার ও সম্মাননা: লেখাপ্রকাশ সাহিত্য পুরস্কার ২০১৭; বাংলাদেশ কবি-লেখক ফোরাম সম্মাননা ২০১৭; নবদিগন্ত সাহিত্য পুরস্কার ২০১৭; টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ২০২১; e mail: alirezaphilo @gmail.com