প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
প্রকৌশলী মেজর জেনারেল মােঃ আব্দুল কাদির ৩১ মে ১৯৬০ সালে। ময়মনসিংহে শীকারী কান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে s.s.c: ও ১৯৭৭ সালে ঢাকা কলেজ থেকে H.S.C পাস করেন। তিনি ১৯৮৩ সালে। BUET থেকে পুরকৌশল বিভািগে ডিগ্রী লাভ করেন এবং ঐ বৎসরই প্রথম। রেগুলার ইঞ্জিনিয়ার্স কোর্সের ক্যাডেট হিসেবে বাংলাদেশ মিলিটারী একাডেমীতে যােগদান করেন। কমিশন প্রাপ্তির পর কোর অব ইঞ্জিনিয়ার্সের। অফিসার হিসেবে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বিভিন্ন পদে চাকুরী ছাড়াও একটি সেনানিবাসের গ্যারিসন ইঞ্জিনিয়ার ও পরবর্তীতে কতগুলাে সেনানিবাসের পূর্ত। সংশ্লিষ্ট কমান্ডার এমইএস হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন। করেন। তাছাড়াও তিনি মিলিটারী ইঞ্জিনিয়ারিং সার্ভিসের বিভিন্ন পদে (পূর্ত, ডিজাইন এবং বাজেট) দীর্ঘদিন নিয়ােজিত ছিলেন। ১৯৮৬ সালে সিরাজগঞ্জ শহর রক্ষা প্রকল্পের অধীনে একটি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন কর্তক যমুনা নীদতে গ্রোয়েজ নির্মাণ কালে তিনি প্রত্যক্ষভাবে উক্ত কাজে সংযুক্ত ছিলেন। তিনি সােমালিয়ায় ১৯৯৩-১৯৯৪ সালে জাতিসংঘ মিশন (ইউনােসােম-২) এর অধীনে বাংলাদেশ ব্যাটালিয়ন। (ব্যানবাট) এর সাথে ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে বিভিন্ন পূর্ত কর্মে নিয়ােজিত ছিলেন। তিনি দেশে বিদেশে। ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে চীন দেশে ‘মেইনটেন্যান্স রিবন ব্রীজ, টি-৭১এ', কন্ট্রাক্ট কমপ্লায়েন্স এন্ড মনিটরিং' ইউ এস এ, কন্ট্রোল অব প্রজেক্ট ডেলিভারি’- ইতালীতে প্রশিক্ষণ নেন। তিনি । বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয় এর অধীনে একাডেমী ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (এ পি ডি) হতে। ‘ডেভেলপমেন্ট প্ল্যানিং' এর পােস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশ রাইফেলস এ ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব ছাড়াও বিভিন্ন নির্মাণ কাজের সাথে তিনি সংযুক্ত ছিলেন। তিনি সেনাসদরে ইঞ্জিনিয়ার ইন। চীফের শাখায় পূর্ত পরিচালক এবং পরবর্তীতে পূর্ত পরিচালক এবং প্রধান প্রকৌশলী (বাংলাদেশ সেনাবাহিনী)। হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে সেনা, নৌ ও বিমান পূর্ত কর্মসমূহ ছাড়াও মিলিটারী ইঞ্জিনিয়ারং সার্ভিসের। মাধ্যমে সম্পাদনকৃত বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্পের (ADP) পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে জড়িত। ছিলেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল উপদেষ্টা এবং বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরীর কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সেনাসদরে ইঞ্জিনিয়ার ইন চীফের শাখায় ইঞ্জিনিয়ার ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
(Showing 1 to 1 of 1 items)
demo content