প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নাজিম উদ্দীন মাহমুদ
নাজিম উদ্দীন মাহমুদের জন্ম ১৯৬৫ সালে ৩রা মে লক্ষ্মীপুর জেলার মজুপুর গ্রামে। তার পিতার নাম হাজী নজিব উল্যা মিঞা, মাতার নাম ওয়াজেদা বেগম। লক্ষ্মীপুর এইচ. এ. সামাদ একাডেমী থেকে এস.এস.সি, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে আই. এস. সি ও বি. এ, চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম. এ ও এল.এল.বি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি লেখালেখিতে মনােনিবেশ করেন। নিজ জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আশৈশব কালের সে ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন ইতিহাস অনুসন্ধানের। পাশাপাশি কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্রিকায়। অন্য পেশায় যাওয়ার সুযােগ থাকলেও লেখালেখিকে বিশেষ করে ইতিহাস অনুসন্ধানে সময় দিতে গিয়ে প্রভাষনাকেই জীবিকার মাধ্যম হিসাবে বেছে নেন। তিনি ইতােমধ্যে বাংলা একাডেমীর সদস্য, এশিয়াটিক সােসাইটি মনােনিত লেখক ও গবেষণা সহযােগীসহ বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত হন। বহু প্রতিকূলতা এড়িয়ে মােহের বেড়াজাল ছিন্ন করে তিনি এগিয়ে যাচ্ছেন। তার লেখা বই পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।