প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শফিক সাইফুল
শফিক সাইফুল ১ জুন ১৯৮২ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ আবুল হোসেন ও মাতা মানকিরেন নিসা। ১৯৯৭ সাল থেকে লেখালেখি শুরু করেন তিনি। সাংবাদিকতা করে লেখার হাত পাকিয়েছেন । সাংবাদিকতার কাজটিও শুরু করেছেন ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি)থেকে প্রশিক্ষণ নিয়ে। তিনি ‘বাংলাদেশের কবি ও কবিতা’ গ্রন্থটি সম্পাদনা করতে গিযে যে অনেক শ্রম, সময় ও মস্তিষ্ক ক্ষয় করেছেন তা বলার অপেক্ষা রাখে না। প্রবীণ থেকে শুরু করে তরুণতম কবি পর্যন্ত স্থান দিয়েছেন নিঃসঙ্কোচে। তারপরও কিছু ত্রুটি রয়ে গেছে যা ভূমিকাতে অর্থাৎ তাঁর কৈফিয়ত-এ অকপটে স্বীকার করেছেন। দশক বিভাজন করতে কারো নাম হয়ত বাদ পড়েছে, কারো নাম হয়ত পরবর্তী দশকে লেখা হয়েছে। তবুও এত সংখ্যক কবির সমাহার একত্রে উপস্থাপন করার দুঃসাহস একটি অনবদ্য প্রয়াস। গ্রন্থটি কবিমহল-সুধিমহল তো বটেই, সাধারণ পাঠকের কাছেও গ্রহণীয় হবে সন্দেহ নেই। বর্তমানে শফিক সাইফুল প্রকাশনা ব্যবসা নিয়ে ব্যস্ত। প্রকাশনা সংস্থা ‘সাহিত্যদেশ’-এর কর্ণধার তিনি। সবকিছু মিলিয়ে সাহিত্যকর্ম ছাড়া তাঁর চিন্তা-চেতনায় অন্য কোনো বিষয় রেখাপাত করে না। তাঁর এই মহৎ কর্ম বিস্তৃত হোক অনন্ত পরিধিব্যাপী, সমাদৃত হোক অনন্তকাল।