প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. নীরদবরণ হাজরা
ড: নীরদবরণ হাজরার জন্ম ১৩৪০ বঙ্গাব্দের আষাঢ় মাসে অবিভক্ত বাঙলার ফরিদপুর জেলার রাজবাড়ি শহরে। পিতা সৈন্যবিভাগের ডাক্তার হিসাবে অবিরত বদলির কারণে তাঁর ধারাবাহিক পড়াশুনা হয়নি। কৃষ্ণনগর সি. এম. এস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে গণনাট্য সংঘে যোগ দিয়ে পাঁচ বছর গ্রামে-গঞ্জে ঘুরে বিপুল অভিজ্ঞতা অর্জন করেন। পরে কৃষ্ণনগর কলেজ থেকে স্নাতক হন। শিক্ষকতাকালে শিক্ষক আন্দোলনের জেলাস্তরের নেতাদের অন্যতম ছিলেন এ সময়ে এম.এ.বি.টি পাশ করেন ও পি.এইচ ডি উপাধি পান। পরে সাংবাদিকতা ও পত্রিকা সম্পাদনায় ব্রতী হন। বর্তমানে অন্য কোন বৃত্তিতে যুক্ত নন। ষোল-আনা কলমজীবী। এঁর লেখা ‘আবৃত্তিকোষ’,‘ভাষণকোষ’, ‘শ্রুতি-নাটক কোষ’, ‘মঞ্চে আলোক সম্পাত’, ‘মঞ্চে শব্দবিজ্ঞান ও শব্দ সংযোজন’, ‘দৃশ্যপট নির্মাণ ও ব্যবহার ইতঃমধ্যে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অপরিহার্য গ্রন্থ হিসাবে দুই বাঙলায় সমাদৃত হয়েছে ৷ তিনি রামায়ণ মহাভারত সম্পাদন করেছেন। মূল ভাগবত সম্পূর্ণ অনুবাদ করেছেন। বিষয়-বৈচিত্র্যে এবং চিন্তাশীলতার গভীরতায় তাঁর রচনাবলী বিশিষ্ট। তাঁর গ্রন্থসংখ্যা ত্রিশেরও বেশি।