প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জিল্লুর রহমান শুভ্র
জন্ম : ১৯ মার্চ, ১৯৬৪ নওগাঁ জেলার ধামইর হাট থানাধীন ইশবপুর ইউনিয়নের রাংগাল ঘাট গ্রামে। ছিলেন স্কুলের মেধাবী ছাত্র, কিন্তু কলেজে গিয়ে জড়িয়ে পড়েন বাউণ্ডুলেপণায়। লেখাপড়ার গতি হয় ব্যাহত। দুর্ভাগ্য তাকে তাড়া করে ষাড়ের মতাে। পালিয়ে আসেন। ঢাকায়। জীবন ও জীবিকার তাগিদে পার হন এক এক করে অনেক বৈতরণী। কিন্তু থিতু হননি কোথাও। কিছু একটা হওয়ার তাগিদ অনুভব করতেন সেই শৈশব থেকে। সেই তাগিদ থেকে তুলে নেন কলম। শুরু করেন লেখালেখি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ জগত তার জন্য মােটেই কুসুমাস্তীর্ণ ছিল না। কিন্তু তিনি সংকল্পে ছিলেন পাহাড়ের মতাে অটল। ফলে একের পর এক বাধা ডিঙিয়ে আজকের এ অবস্থানে আসতে পেরেছেন। বহুকোণ হীরকের মতাে মেধার বিচ্ছুরণ ঘটিয়েছেন সেই সমস্ত লেখায়। তিনি পাঠককে নিয়ে যান এক অনাকাঙ্ক্ষিত ভুবনে। ফলে পাঠক হয়ে পড়েন মােহাবিষ্ট। শৈশবে পিতৃ-বিয়ােগের পর প্রচণ্ড টানাপােড়েনের মধ্য দিয়ে বেড়ে ওঠায় মানুষ, জীবন ও জীবনের অনুষঙ্গগুলাে তার কাছে পাথরের মতাে বাস্তব। ফলে অ্যাগােরাফোবিয়া ও আত্মশ্লাঘায় নির্মোহ এই লেখকের লেখায় প্রচুর সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট। তিনি লিখে যাচ্ছেন অবিরাম। তিনি বই পড়তে ও গান শুনতে ভালােবাসেন।