প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আমান-উদ-দৌলা
আমান-উদ-দৌলা সাংবাদিকতা পেশায় জড়িত। বর্তমানে বাংলাদেশে বইপত্র প্রকাশ করছেন। এইদেশ ডটকম’ (eidesh.com)-এর প্রকাশক ও এর অন্যতম সম্পাদক। এর আগে ২০১৫-১৬ সালে ওয়াশিংটন ডিসিতে বেনারনিউজ ডটঅর্গ (benarnews.org)-এ বাংলা বিভাগে সম্পাদনার দায়িত্বে কর্মরত ছিলেন। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের অর্থে বাংলাভাষায় একটা ওয়েবসাইট (সঠিক সংবাদ) নির্মাণে সহায়তা ও সম্পাদনায় কাজ করেন।। তার আগে দীর্ঘ কয়েক বছর নিউ ইয়র্কে জেনারেল ডাইনামিক্স-এর অনুবাদ কাজে যুক্ত ছিলেন। এছাড়া ইন্ডিয়ান টিভিতে সাংবাদিক ও বাংলা সাপ্তাহিক কাগজ-এ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯৯ সালের শেষের দিকে দেশ ছাড়ার আগে দৈনিক জনকণ্ঠ-তে কূটনৈতিক সংবাদদাতা হিসেবে ১৯৯৪ সাল থেকে নিয়ােজিত ছিলেন। এছাড়া সাপ্তাহিক স্বদেশ (১৯৮৫), সাপ্তাহিক বিচিন্তা (১৯৯৭), সাপ্তাহিক সচিত্র সন্ধানী (১৯৮৮), সাপ্তাহিক পূর্বাভাস (১৯৮৯), সাপ্তাহিক খবরের কাগজ (১৯৯০), দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভােরের কাগজ-এ (১৯৯১ ও ১৯৯২) সালে কর্মরত ছিলেন। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে সর্বমােট ১৭ বছর কাটিয়েছেন। এখন দেশেই থাকেন। এশিয়া, ইউরােপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ানাের ইচ্ছে। বর্তমানে আর কোথাও চাকুরি করবেন না। নিজের লেখক সত্বা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং এইদেশ ডটকম’-এর কাজে নিয়ােজিত থাকবেন। লেখকের আগের বই- গােলাম আযমের নাগরিকত্ব মামলা (১৯৯১), একাত্তরের ঘাতকদের কেন বিচার চাই (১৯৯৩)। পরবর্তি গ্রন্থ: আগামি ২৫ বছরের গণমাধ্যম (২০১৭-২০৪১)।