প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মুহম্মদ সাইফুল আলম
সাইফুল আলম প্রধানত সাংবাদিক। তাঁর গল্পকবিতা পড়লে মনে হয়, মূলতই তিনি সৃষ্টিশীল লেখক- লেখার পরিমাণ বা সংখ্যা যদিও পুরােপুরি সমর্থন করে না ‘মূলতই সৃষ্টিশীল লেখক অভিধা’কে। লেখালেখির সঙ্গে তিনি যুক্ত আছেন ছােটবেলা থেকেই। এই লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘হাত বাড়ালেই আকাশ’ এবং গল্পগ্রন্থ ‘হেঁড়া পাতা’ ও ‘নিম ফুলের ঘ্রাণ’-এ তার ব্যতিক্রমী মননের দিকটি স্পষ্ট। তার পড়ালেখা ও বেড়ে ওঠা ঢাকায়। পড়ালেখার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। শিশু সংগঠন চাঁদের হাট ও সাপ্তাহিক কিশাের বাংলার সাংস্কৃতিক জোয়ারে ঘুরে বেড়ান সারাদেশে। এ কারণেই তার। গল্প-কবিতা, কলাম এবং টেলিভিশন টকশােতে উঠে আসে সমগ্র বাংলাদেশের হৃদয়ের কোলাহল।। তাঁর সাংবাদিকতার শুরু কিশাের বাংলায়। দৈনিক জনতা, দৈনিক নব অভিযান, দৈনিক ইনকিলাব এসব পত্রিকার গুরুত্বপূর্ণ পদে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে দৈনিক যুগান্তরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সংবাদ এবং সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত সদালাপী এই মানুষটি প্রাণ-প্রাচুর্যে ভরপুর। দায়িত্বের প্রয়ােজনে এবং ব্যক্তিগত উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে নানা বৈচিত্র্যময়তায় নিজেকে সমৃদ্ধ করেছেন। স্ত্রী ফেরদৌসী বেগম একজন ব্যাংকার । দু কন্যার প্রথমজন রেদোয়ানা তাবাসসুম অন্তরা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিবিএ সম্পন্ন করেছেন, দ্বিতীয় কন্যা তানজিনা তাবাসসুম অনিমা এ লেভেলে পড়ছেন। লেখকের পৈত্রিক নিবাস চাঁদপুর।