প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবদুল হালিম খান
আবদুল হালিম খান ১৯৫৫ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন রাজপাশা গ্রামের সন্তান। তার পিতার নাম বজলুর রহমান খান এবং মাতার নাম মালেকুন নেছা খাতুন। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) সহ এমকম ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন কলেজে শিক্ষকতা করে ২০১৩ সালের ৩১ শে ডিসেম্বর ইডেন মহিলা কলেজ থেকে অবসর গ্রহণ করেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার লিখিত পাঠ্যপুস্তকের সংখ্যা ২৪টি। এ ছাড়া গবেষণা, জীবনী, ভ্রমণ এবং ধর্মীয় বিষয়ে তার লিখিত বইয়ের সংখ্যা ২৬টি। সার্কভুক্ত দেশে পরিবেশের উপর বিভিন্ন বিষয়ে তিনি সফলভাবে গবেষণা সম্পন্ন করেছেন। তিনি লন্ডনস্থ প্যানোস ইনস্টিটিউটের একজন ফেলো। ২০০১ সালে জাতীয় শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কলেজ) হিসেবে তিনি স্বর্ণপদক পেয়েছেন। স্থানীয় এবং জাতীয় দৈনিকে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে।