প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
জাবেদ রাসিন
জাবেদ রাসিনের জন্ম ময়মনসিংহের ফুলবাড়িয়ায়, তবে বেড়ে উঠেছেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্ন করেছেন। তার প্রকাশিত প্রথম উপন্যাস "ব্ল্যাকগেটত্ত প্রথম কাব্যগ্রন্থ "শূন্য পথের আপেক্ষায়"। ইতোমধ্যে প্রকাশিত 'ব্যাকক্সিট", "সার্কেল" ও "ডগমা", তিনটি জনপ্রিয় স্পাই থ্রিলার যা "সার্কেল ট্রিলোজি" নামে পাঠক মহলে প্রশংসিত হয়েছে। তবে "তমিসা ভুবন" নামে সিরিজটি তাকে পাঠকের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এই সিরিজের বই "তমিস্রা", "অসূয়া" ও "বিস্তৃত আঁধার" এর মধ্যেই প্রকাশিত হয়ে পাঠক সমাদৃত হয়েছে। এ ছাড়াও বৈজ্ঞানিক কল্পকাহিনী "সময়ের সিঁড়ি বেয়ে একটি বুলেট" ও রোমান্টিক উপন্যাস "চন্দ্রাহত"ও প্রকাশিত হয়ে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।