clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Gauranga Mohanta books

follower

গৌরাঙ্গ মোহান্ত

কবি, গবেষক ও অনুবাদক ড. গৌরাঙ্গ মোহান্ত ১৯৬২ সালের ৭ জানুয়ারি লালমনিরহাট জেলার অন্তর্গত লালমনিরহাট সদর উপজেলার দেউতি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। গৌরাঙ্গ মোহান্ত শৈশব ও কৈশোর কাটিয়েছেন লালমনিরহাট জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৮৩ সালে অনার্সসহ বি এ ও ১৯৮৪ সালে এম এ পাশ করেন। তিনি ভারতের দার্জিলিং এর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ২০০১ সালে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ‘Robert Frost: A Critical Study in Major Images and Symbols’। গৌরাঙ্গ মোহান্ত প্রধানত কবিতা, প্রবন্ধ ও অনুবাদকর্মের মধ্যে শৈল্পিক অনুভব সঞ্চারের পথ খোঁজেন। ‘আধিপ্রান্তরজুড়ে ছায়াশরীর’ (২০০৯) তাঁর প্রথম কাব্য, দ্বিতীয় কাব্য ‘শূন্যতা ও পালক প্রবাহ’ (২০১২)। তাঁর কাব্য ‘ট্রোগনের গান’, নির্বাচিত কবিতাগ্রন্থ ‘জলময়ূরের শতপালক’, চীনা ট্যাং যুগের কবিতার অনুবাদ গ্রন্থ ‘ঝলকে ওঠা স্বপ্নডাঙা’ (২০১৬), প্রমগè কবিতাবলি (২০১৭) ও নির্বাচিত কবিতার অনুবাদ গ্রন্থ “ÒA Green Dove in Silence” (২০১৮) নয়াদিল্লি থেকে সালে প্রকাশিত হয়। তাঁর প্রণিধান যোগ্য গবেষণা গ্রন্থ 'Robert Frost: A Critical Study in Major Images and Symbols' ২০০৯ সালে প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থসমূহ- ‘বেগম রোকেয়া স্মারকগ্রন্থ’ (যৌথ, ২০০৫) ও ‘পুথি রহিব নিশানী: হেয়াত মামুদ’ (যৌথ, ২০০৬)। কর্মসূত্রে তিনি সরকারি চাকুরে; বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুসন্তানের জনক। সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গৌরাঙ্গ মোহান্ত দেশি ও বিদেশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। কবি গৌরাঙ্গ মোহান্ত তাঁর সৃষ্টি কর্মে অকপট উচ্চারণের ব্যঞ্জনায় নিয়ত ঘটাতে চান সত্তার বিশুদ্ধায়ন। গভীরতর শিল্প সৃষ্টির ভেতর দিয়ে তিনি প্রকাশ করতে চান জীবন সত্য।

গৌরাঙ্গ মোহান্ত এর বই সমূহ

(Showing 1 to 13 of 13 items)

Recently Viewed