clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Foridul Islam Nirzon books

followers

ফরিদুল ইসলাম নির্জন

ফরিদুল ইসলাম নির্জন জন্মান সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। জন্মমাস অক্টোবর, জন্মদিন দশ, সন উনিশত সাত্তাশি। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করে, আইসিএমবি তে সিএমএ কোর্সে অধ্যয়নরত। ছোট বেলা থেকেই বই পড়ার প্রতি তুমুল আগ্রহ। পড়তে পড়তে লেখার প্রতি ভালোবাসা জন্মে। সেই ভালোবাসা থেকেই নিয়মিত লিখতে থাকেন। দৈনিক পাতায় লেখা দেখার আনন্দ ছিল অন্যরকম। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশে অনলাইনেও লিখছেন সরব। কখনো গল্প, কবিতা, ফিচার লিখে বেশ পরিচিত অর্জন করেছেন। রম্য গল্প লিখেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা। দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন,দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক এর ফান পাতাতে তারকাদের ইন্টারভিউ নিয়ে বেশ পরিচিত অর্জন করেন। তিনি লেখার মাধ্যমে মানুষের হৃদয়কে জাগিয়ে তোলেন। দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০১০ সালে সমকাল থেকে প্রথম লেখক সম্মানী পান। দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১ তে পান। সমকাল সুহৃদ সমাবেশ থেকে দেশের সেরা সুহৃদ একাদশ (সৃজনে) ৫ম স্থান লাভ করেন। আত্মবিকাশ পাঠচক্র রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন। বাংলা একাডেমিতে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত 'তারুণ্যে রুখবে সহিংসতা' রচনা প্রতিযোগিতায় তয় স্থান লাভ করেন। বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ থেকে 'সুহৃদ বন্ধন ' সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে ছিলেন। তার আলোচিত উপন্যাস 'আশ্রয়' এর ভূমিকা লিখতে গিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আশ্রয় উপন্যাসের পটভূমি নারীর বেঁচে থাকার দুস্তর পথের অভিযাত্রা। গ্রামীণ পটভূমিতে রচিত হয়েছে এই উপন্যাস। অনেক বিষয় নিয়ে নির্জনের উপন্যাস সময়ের প্রতিনিধিত্ব করে।'

ফরিদুল ইসলাম নির্জন এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed