প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
রঞ্জনা বিশ্বাস
রঞ্জনা বিশ্বাস ১৯৮১ সালের ১০ ডিসেম্বর গােপালগঞ্জের। কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামে। জন্মগ্রহণ করেন। পিতা নির্মল বিশ্বাস ও মাতা পরিমলা। বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি লাভ করেন। ‘ভুলস্বপ্নে ডুবে থাক আদিবাসী মন’ (২০০৯), “আমি তিনবেলা বৃষ্টিতে ভিজি। (২০১০), “বেদনার পাথর ও প্রান্তিক দীর্ঘশ্বাস' (২০১৬) তার কবিতার বই। কবিতা ও ফোকলাের তার আগ্রহের বিষয়। কবিতা চর্চার পাশাপাশি ফোকলােরচর্চাকেও তিনি। ব্রত হিসেবে নিয়েছেন। কোটালীপাড়া এলাকার রূপকথার সংগ্রহ নিয়ে বের হয়েছে- ' জয়নালবাদশা ও রাজপুত্র তাজেম' (২০১১) ও ‘উড়াল ঘােড়া’ (২০১৭)।। এছাড়া বের হয়েছে শিশুতােষ বই- ‘খােকার বাংলা (২০১৯)। তার উল্লেখযােগ্য গবেষণাকর্ম- ‘বেদে। জনগােষ্ঠীর জীবনযাত্রা' (২০১১), রবীন্দ্রনাথ : কাবুলিওয়ালা, সুভা ও দালিয়া’ (২০১২), বাংলাদেশের। বেদে জনগােষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়’ (২০১৫), সাহিত্যে। বেদে সম্প্রদায়’ (২০১৬), ‘কিতুবীম : হিব্রু কবিতার। সাহিত্যমূল্য (২০১৭), লােকসংস্কৃতিতে বঙ্গবন্ধু ও। মুক্তিযুদ্ধ’ (২০১৭) মুক্তিযুদ্ধে খ্রিষ্টান সম্প্রদায়, ১ম খন্ড। (যৌথ) (২০১৯), বেদে জনগােষ্ঠীর ভাষা উৎস ও তাত্তিক। বৈশিষ্ট্য (২০১৭), এবং বেহুলা বাংলার ৭১ সিরিজের। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘বিষুদবারের বারবেলা’ (২০১৭)। গবেষণাকর্মের জন্য তিনি কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৫ অর্জন করেন ।