প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
নাসের ভূট্টো
প্রথাবিরোধী লেখক, মূলত কবি-প্রাবন্ধিক। জন্ম : সম্ভ্রান্ত সিকদার পরিবারে। স্বাধীনতা দিবস ১৯৭৬। স্থান : মাছুয়াখালী (সিকদার পাড়া), রশিদনগর, রামু, কক্সবাজার। পিতা : মরহুম মোখতার আহমেদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। একজন আদর্শবাদী, শিক্ষানুরাগী, সমাজহিতৈষী সাদামনের মানুষ ছিলেন। মাতা : মরহুমা রেগন আরা বেগম। সন্তান বৎসল সু-গৃহীনি। পত্রিকা সম্পাদনা, মিড়িয়ার তথাকথিত সাংবাদিকদের সাথে মতবিরোধ, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে দাসশ্রমিক হিসেবে ব্যক্তিকে পুজা না করে ফিরে আসা, জোট শাসনামলে রাজনীতির নোংরা ব্যাকরণের শিকারে কারাবরণ এবং সেই সম্পর্কে পোক্ত ধারনাকে পুঁজি করে সাহিত্যের অবারিত ভুবনে অন্বেষণ করেন জীবনের রূপ ও রঙ। এ কাজে পেয়েছেন মানুষের ভালোবাসা এবং স্বীকৃতিÑ আলোকিত রামু পদকÑ২০১৮, নীলপদ্ম সাহিত্য সম্মাননাÑ২০১৯, বাংলাদেশ হেরিটেজ সম্মাননাÑ২০২০। সাহিত্য-সংস্কৃতি-সামাজিক দায়বদ্ধতা থেকে যুক্ত আছেন বিভিন্ন সংগঠনের সাথে। এখন, সমন্বয়ক : কবিতা বাংলা, কক্সসবাজার ও যুগ্ম সম্পাদক : লোক বাংলা, কক্সবাজার জেলার দায়িত্বে আছেন। পাশাপাশি যুক্ত আছেন খেটে খাওয়া মানুষের মুক্তি নিয়ে কাজ করা ‘মানুষ হবে’ সংস্থার সাথে। ব্যাংকার রোমেনা আফাজ রুমি, সন্তান আলিফ ও রেগনকে নিয়ে তার কবিতার গেরস্থালী।