প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ এমদাদুল হক
মোহাম্মদ এমদাদুল হক বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক মোহাম্মদ এমদাদুল হক। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাঁশবাড়িয়া গ্রামে ১৯৫০ সালে ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। মূলত শিক্ষাজীবন কেটেছে দেশের উত্তরাঞ্চলের শহর ঠাকুরগাঁওয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। একাত্তরের ৭ এপ্রিল ঠাকুরগাঁও থেকে বাংলাদেশের প্রথম সংবাদপত্র 'দৈনিক বাংলাদেশ' এবং ২৫ সেপ্টেম্বর তেঁতুলিয়া থেকে প্রকাশিত 'সাপ্তাহিক সংগ্রামী বাংলা'র সম্পাদনার সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন যাবত বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত। মুক্তিযুদ্ধের একজন ক্ষুরধার কলমযোদ্ধা হিসেবে তিনি পরিচিত। ১৯৭৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের বিভিন্ন পদ ও স্থানে চাকরি করেছেন। তিনি 'ছয়-ম এর প্রবক্তা- মা, মাতৃভূমি, মাতৃভাষা, মুক্তিযুদ্ধ, মুজিব ও মানবতা। তিনি মনে করেন খাঁটি বাঙালি হতে হলে এর বিকল্প নেই। তিনি বিভিন্ন সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা, শিশুসাহিত্য, নাটক ও গীতিকার হিসেবে পরিচিত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪১।