প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ইদরিস আলী মধু
ইদরিস আলী মধু পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পনিসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক ও গ্রাম্য সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে বড়ো হয়ে ওঠেন। সে কারণে ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক মনা। লেখালেখিতে আত্মনিয়োগ করাও সে-কারণেই। ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু হলেও পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশ পায় নব্বই দশক থেকে। 'নিমগ্ন নীলিমা' তার প্রথম কাব্যগ্রন্থ। কবিতার পাশাপাশি ছোটগল্প, উপন্যাস, ছড়া ও গ্রন্থ আলোচনা লিখে থাকেন। তিনি পেশায় অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মকর্তা। প্রকাশিত গ্রন্থ: আলো-আঁধারি (উপন্যাস-২০১২), ফুলপরি পাখী ও খুকুমণি (ছড়াগ্রন্থ-২০১৪)। লেখালেখির জন্য ২০১১ সালে (ফোক গল্পের জন্য) দৈনিক কালের কণ্ঠ পুরস্কার লাভ করেন। এছাড়া স্থানীয় পর্যায়েও অনেক সম্মাননা লাভ করেছেন। 'নিমগ্ন নীলিমা' কবির প্রথম কাব্যগ্রন্থ। তিনি শখের অনুগত হয়ে কবিতা লিখলেও এই গ্রন্থে সন্নিবেশিত কবিতাগুলো বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং ছোট কাগজে প্রকাশিত হয়েছে। প্রকাশিত কবিতাগুলো পাঠ করে বান্ধু-বান্ধব, প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীরা গ্রন্থাকারে প্রকাশ করার প্রেরণা জোগান। তাদের অনুপ্রেরণাতেই কবির এ ক্ষুদ্রপ্রয়াস। কবিতাগুলি প্রেম-প্রণয়-বিরহ বিষয়ক রসবোধের কবিতা। কবিতাগুলিতে জড়িয়ে আছে স্মৃতি-বিস্মৃতির অমোঘ ঘোর। আনন্দ-বেদনায় জড়িয়ে আছে এদেশের নারী-নদী-প্রকৃতি ও প্রেম।