clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Poran Jahir (Badol) books

follower

পরান জহির (বাদল)

পরান জহির (বাদল) এর জন্ম মাদারিপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।বাবা মােঃ আব্দুর রাজ্জাক ফকির, মা মােসাঃ তাবারুণ নেসা। ঢাকা বিশ্ববিদ্যাল্য চারুকলা ইন্সটিটিউট থেকে পড়ালেখা শেষ করে কর্মজীবন শুরু করেন।ছােটবেলা থেকেই শিল্প-সাহিত্যের প্রতি প্রবল ঝোঁক। স্কুল জীবন থেকেই দু'এক কলম লিখতে শুরু করেন। পরবর্তীতে একাধারে অজস্র কবিতা রচনার পাশাপাশি গান রচনায় মনােযােগি হন। অসংখ্য কবিতা, গান লিখলেও বই আকারে তা প্রকাশ করা হয়ে ওঠেনি। বিস্তৃত শৈশবের নানা ঘটনা নিয়ে তার সম্প্রতি লেখা ২৬টি গল্পের সমন্বয়ে বই " মায়াজাল " প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থ মেলা ২০২১-এ এসবের পাশাপাশি, অভিনয়েও রয়েছে তার সমান আগ্রহ। এ যাবত অসংখ্য টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। রয়েছে সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও। মঞ্চ নাটক দিয়েই অভিনয় জীবনের শুরু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি চারণ নাট্য গােষ্ঠী “ র সাথে যুক্ত ছিলেন। সাময়িক বিরতির পর ২০০৭ সালে ফের যুক্ত হন দেশের বৃহৎ নাট্যদল " নাগরিক নাট্যাঙ্গন " -এ সুদীর্ঘ পথ-পরিক্রমায় পেয়েছেন নাট্যাগুরু ড. ইনামুল হক ও লাকী ইনাম কে। মনের অন্তর্নিহিত অভিপ্রায়গুলােকে তারা ডানা মেলতে সাহায্য করেছেন নানাভাবে।। জহিরুল ইসলাম (বাদল) থেকে পরান জহির হয়ে ওঠার পেছনে যে মানুষটি জড়িত তিনি চিত্রনাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা – অনিমেষ আইচ। তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। চিত্রনাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি'র প্রতিও বিশেষ কৃতজ্ঞতা।

পরান জহির (বাদল) এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed