প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
জিমি তানহাব
জিমি তানহাব জন্ম ৫ ডিসেম্বর। পড়াশােনা করেছেন ইংরেজি ভাষা এবং সাহিত্য নিয়ে। বহুল আলােচিত বেস্টসেলার ‘ফোর্থ সেঞ্চুরি' সিরিজের লেখক তিনি। ফোর্থ সেঞ্চুরি’ ছাড়াও দুহাজার বছর পূর্বের প্রেক্ষাপটে রচিত তার জনপ্রিয় সিরিজ ইন্দ্রজাল’ পাঠক মহলে ব্যাপক সমাদৃত। জিমি তানহাব স্বতন্ত্র এবং নিজস্ব শিল্পরীতিতে বিশ্বাসী। হাজার বছরের পুরােনাে ইতিহাস, দর্শন এবং সভ্যতাকে তিনি নাটকীয়ভাবে গ্রন্থের পাতায় আশ্রয় দিতে ভালােবাসেন। তিনি মনে করেন, বিগত কয়েক যুগে রচিত বিশ্বের কালজয়ী সাহিত্যগুলােকে ছাড়িয়ে যাবার সাধনা করলে সত্যিকার অর্থে সাহিত্য জগতকে অমূল্য কিছু উপহার দেওয়া সম্ভব। এছাড়াও একজন লেখককে নৈতিকভাবে তার নিজের শিল্পকর্মের কাছে দায়বদ্ধ থাকতে হয় বলে মনে করেন তিনি। জিমি তানহাবের সৃষ্ট উল্লেখযােগ্য ক্ল্যাসিক উপন্যাসগুলাে : ‘এ মিস্ট্রি অব ফোর্থ সেঞ্চুরি’, ‘এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি’, ইন্দ্রজাল (হাজার বছরের পিছুটান), ইন্দ্রজাল ২ (হাজার বছরের আরাধনা) এবং রহস্যময় রােমান সম্রাট নীরাের শাসনামলের প্রেক্ষাপটে রচিত রক্ততৃষ্ণা।