clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

M. Abdul Hai books

followers

এম. আবদুল হাই

জন্ম রাজশাহী শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শৈশব ও শিক্ষাজীবন কেটেছে রাজশাহীতে। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ছাত্র ছিলেন তিনি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। চাকুরী জীবনের শুরুটা হয় শিল্পব্যাংক (বর্তমানে বিডিবিএল) থেকে। ডিজিএম হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছা অবসর নিয়ে প্রাইম ব্যাংকে যোগদান করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ পদে সাত বছর চাকুরীর পর অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর আরও ৩টি বেসরকারী প্রতিষ্ঠানে প্রায় চার বছর কাজ করেন। তাঁর পিতা একজন শিক্ষাবিদ হলেও তিনি ছিলেন একজন ক্বারী। তাঁর তত্ত্বাবধানেই পারিবারিকভাবে তারা ইসলামী চর্চা ও অনুশাসনের মধ্যে দিয়ে গড়ে ওঠেন ছোটবেলা থেকেই। একজন অর্থনীতিবিদ হয়েও তিনি ইসলামী জ্ঞান অর্জনের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে রাজশাহী ডিভিশনের ক্বিরাত প্রতিযোগীতায় তিনি প্রথম হন। এরপর কুরআন বুঝা এবং তা অনুধাবন করার ব্যাপারে তার ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে তিনি কুরআন অনুশীলনের ধারাবাহিক কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত রাখেন। কুরআন বুঝে পড়া এবং জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধানসমূহ বাস্তবায়নের মধ্যেই রয়েছে দুনিয়াবী কল্যাণ ও পারলৌকিক সফলতা। এ বিষয়টি মাথায় রেখে তিনি কুরআন ভিত্তিক গ্রন্থ রচনা শুরু করেন এবং এ পর্যন্ত তিনি কুরআন ভিত্তিক চারটি গ্রন্থ প্রণয়ন করেন। 'কুরআনের আলোকবর্তিকা- আয়াতভিত্তিক মর্মবাণী' গ্রন্থটি তার সর্বশেষ সংযোজন, যাতে পবিত্র কুরআনের বাণীসমূহকে মানুষের কাছে সহজবোধ্য ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে যেন মানুষ পরিপূর্ণরূপে কুরআনের আলোয় নিজেকে উদ্ভাসিত করার সুযোগ পায়। আল্লাহ তাঁর এই প্রচেষ্টা কবুল করুন।

এম. আবদুল হাই এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed