প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আব্দুল্লাহ আল মাসুম
গবেষণা ও লেখালেখির জগতে ব্যতিক্রমী ও প্রত্যয়দীপ্ত তরুণ। অনুসন্ধিৎসু দৃষ্টিতে ইতিহাসের অলিগলিতে ঘুরে বেড়ানো এবং নির্মোহ বিশ্লেষণে তথ্যবহুল উপস্থাপনার পাশাপাশি সত্যের উদঘাটন তাঁর লেখার প্রধান বৈশিষ্ট্য। কর্মজীবনে তিনি অভিজাত প্রকাশনী নবপ্রকাশের সিনিয়র গবেষক। ২০১৪ সন থেকে ইতিহাস-ব্যক্তিজীবনী, সিরাত, হাদিসতত্ত্ব, আকিদা-ফিকাহ ও সমকালীন একাধিক বিষয়ে আবদুল্লাহ আল মাসুমের কয়েকটি বই ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এছাড়া তিনি গালফ বাংলা ডটকম, গালফ ট্রিক ডটকম ও ফ্রেশজবসনাও ডটকম ওয়েবপোর্টালে সম্পাদনার সঙ্গে যুক্ত। এর আগে ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত মালয়েশিয়ার নিলাই-৭ জামে মসজিদের খতিব ছিলেন। উচ্চতর হাদিস বিভাগে অধ্যয়নের সময় একটি ওয়েব-সাইটে নিয়মিত প্রশ্নোত্তর লিখিতভাবে প্রকাশ করার ধারাবাহিকতায় বহুমাত্রিক বিষয়ে গ্রন্থ রচনায় নিযুক্ত আবদুল্লাহ আল মাসুম। তাঁর গ্রন্থাবলির মধ্যে 'হাফেজ ইবনে হাজার আসকালানি', 'হারুত-মারুত', 'সিরাতের প্রচলিত ভুল', 'আশারায়ে মুবাশশারা', হাদিস বর্ণনাকারী সাহাবি সিরিজ, 'ইবনে তাইমিয়ার জীবন ও অবদান', 'বিপ্লবী খলিফা উমর ইবনে আবদুল আজিজ', 'বরেণ্য মণীষী সুফিয়ান আস-সাওরি', 'এসো তাজবিদ শিখি', 'রক্তে আঁকা কারবালা', 'মহাশূন্যের অভিযাত্রী' এবং 'ইসলাম ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা' উল্লেখযোগ্য। ২০০৮ সনে জামিয়া আরাবিয়া ফরিদাবাদ থেকে তাকমিল (মুমতাজ) এবং ২০১০ সনে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা থেকে আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস (মুমতাজ) সমাপ্ত করেন। এরপর ২০২৩ সনে বাংলাদেশ বোর্ড অব ইউনানি এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের অধীনে তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা থেকে ইউনানি চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় গ্রেডে উত্তীর্ণ হন। প্রচলিত ও গতানুগতিক ধারা সন্তর্পণে এড়িয়ে চলে প্রতিষ্ঠা করেছেন নিজের পরিচয়।।