clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdur Rahman Chowdhury books

follower

আবদুর রহমান চৌধুরী

আবদুর রহমান চৌধুরীর জন্ম ১৮৯৬ সালে ২৯ জুলাই এবং তিনি প্রায় বিরাশি বছর বয়সে পরলোকগমন করেন ১৬ অক্টোবর, ১৯৭৮ সালে। তিনি প্রথম মহাযুদ্ধে যোগ দিয়ে মেসোপটেমিয়ার রণাঙ্গনে যুদ্ধ করেছেন। প্রথম মহাযুদ্ধের সময় করাচীর সেনা ছাউনিতে হাবিলদার কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয় এবং অল্পকালের মধ্যেই তা গভীর বন্ধুত্বে পরিণত হয়। তিনি অতি নিকট থেকে নজরুলের সাহিত্য সাধনা লক্ষ্য করেন এবং এ বিষয়ে তাঁর একজন প্রধান উৎসাহদাতা ছিলেন। পল্টন ভেঙ্গে দিলে ১৯২০ সালে দেশে ফিরে এসে এদেশ থেকে ব্রিটিশ বিতারণের উদ্দেশ্যে তিনি একটি সন্ত্রাসবাদী দলে যোগদান করেন। তিনি সেলবরষ সাম্যবাদী লাইব্রেরি এবং সেলবরষ বযস্ক পাঠচক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আবদুর রহমান চৌধুরীর পুত্র খলিল চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯২৭ সানের ১ জানুয়ারি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ছাত্র ছিলেন। তিনি বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভাঙ্গার মিছিলে অংশগ্রহণ করেন। ছাত্রাবস্থাতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। সে সময়ে ঢাকায় তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি আইন ব্যবসায় যোগ দেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতিতে সক্রিয় ছিলেন। উনিশ'শ ষাটের দশকে বঙ্গবন্ধুর নির্দেশে নিজ এলাকায় জনগণের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে নিজ জেলা-সুনামগঞ্জে বসবাস শুরু করেন এবং সুনামগঞ্জ বারে আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে নিহত হওয়ার পর জনাব খলিল চৌধুরী কারারুদ্ধ হন এবং ১৯৭৬ পর্যন্ত কারাবরণ করেন। তিনি বঙ্গবন্ধুর জীবন নিয়ে গবেষণা করছিলেন এবং 'দি লাস্ট উইল' নামে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক একটি নাটক লিখছিলেন। ১৯৯৩ সনে নাটকটি লেখার শেষ পর্যায়ে লেখার টেবিলেই হৃদরোগে আক্রান্ত হন। এর ফলশ্রুতিতে প্যারালাইসিস হয়ে প্রায় বাকশক্তিহীন অবস্থায় শেষ জীবন অতিবাহিত করেন। তিনি ২০০৫ সনের ১৫ আগস্ট পরলোকগমন করেন। এই বইয়ের শিকার কাহিনীগুলো শুধু অ্যাডভেঞ্চার কাহিনী হিসেবেই নয়, সামাজিক ইতিহাসেরও এক মূল্যবান দলিল। পরিবেশ বিপর্যয়ের যে ঘটনাটি বিগত কয়েক দশকে ঘটেছে, এ বইটি তারও একটি প্রামাণ্য দলিল।

আবদুর রহমান চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed