প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ
ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Centre for Trade and Investment (CTI) এর Senior Research Fellow হিসেবে নিয়োজিত রয়েছেন। ইতোপূর্বে তিনি দক্ষিণ কোরিয়ার Pusan National University-তে আমন্ত্রিত শিক্ষক হিসেবে পাঠদান করেছেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি Leadership Development and Strategic Planning বিষয়ে প্রশিক্ষক ও পরামর্শক হিসেবে কাজ করেন। তিনি বর্তমানে দুটি নিবন্ধিত কোম্পানিতে Independent Director হিসেবে এবং Bangladesh Society for Total Quality Management (BSTQM) এর আজীবন সদস্য ও Bangabandhu International Research Centre UK (BIRCUK) এর Deputy Executive Director হিসেবে দায়িত্বরত আছেন। অধ্যাপক শরীয়ত উল্লাহ ২টি বই, ৯টি মনোগ্রাফ এবং দেশি-বিদেশি জার্নালে ২৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, রাশিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, চীন ও থাইল্যান্ডে অনুষ্ঠিত ১৯টি আন্তর্জাতিক কনফারেন্স ও সেমিনারে অংশগ্রহণ এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়া তিনি কানাডা, ফিনল্যান্ড, সুইডেন, লাটভিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, মালয়েশিয়া, শ্রীলংকা ও মালদ্বীপে বিভিন্ন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। অধ্যাপক শরীয়ত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০০৩ সালে ১ম শ্রেণিতে ১ম স্থানসহ বিবিএ পাশ করেন। তিনি একই বিভাগ থেকে ২০০৪ সালে Strategic and International Management-এ ১ম শ্রেণিতে ১ম স্থানসহ MBA ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি জাপান সরকার প্রদত্ত The Ministry of Education, Culture, Sports, Science and Technology (MEXT) বৃত্তি পেয়ে জাপানের Ritsumeikan University থেকে PhD ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি Muma College of Business, South Florida University, USA থেকে 'Post-Crisis Leadership' এবং 'Diversity, Equity and Inclusion' বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও সনদ অর্জন করেছেন। ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর চাঁদপুর জেলার ৮নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সক্্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ ফজলুর রহমান ও মাতা মনোয়ারা বেগম। তিনি ভ্রমণ করতে, বই পড়তে ও সাঁতার কাটতে পছন্দ করেন।