clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Fuadh Sanam books

follower

ফুয়াদ স্বনম

পদ্মাপাড়ের এই দামাল ছেলের নাম মােঃ ফুয়াদ সাকী, কিন্তু ফুয়াদ স্বনম নামেই সে সর্বাধিক পরিচিত। এক সময় উন্মত্ত পদ্মার ঢেউয়ে চেপে ঝপাঝাপি আর দাপাদাপিতে শৈশব ও কৈশাের কাটানাে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থানকারী এই লেখক, ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর, বাণিজ্যে মাস্টার্স কমপ্লিট করেন এবং চাকুরিজীবনের ইতি টেনে। বর্তমানে নিজ ব্যবসায় লিপ্ত আছেন এবং ব্যাপক। সুনাম অর্জন করে। ফুয়াদ স্বনমের জন্মস্থান চির সবুজের শহর ও শিক্ষা নগরী নামে প্রসিদ্ধ রাজশাহীতে। তার বাবা মা অতি অমায়িক এবং ভালাে মানুষ হিসেবে তাদের এলাকায় সুপরিচিত। চমকার বিনয়ী ও উজ্জ্বল দীপ্ত বুদ্ধিসম্পন্ন এবং চঞ্চল প্রকৃতির বলে পরিবার, শিক্ষক ও বন্ধুমহলে ব্যাপক স্বনামধন্য ও স্নেহের অধিকারী ছিলেন ছােট বেলা থেকেই। তবে এ সমাজের নানা অসঙ্গতি, হানাহানি, মানুষে মানুষে বিদ্বেষ, অহংকার, স্বৈরাচারী শাসন প্রভৃতি তার লেখক সত্তার মাঝে এক ক্ষুব্ধতা ও প্রতিবাদ সৃষ্টি করে, যা তার লেখনীতে প্রতীয়মান বরাবরই।। যা পরিলক্ষিত হয় তার লেখা ‘আমি নিম্ন-মধ্যবিত্ত বলছি’, ‘অধিগ্রহণ’, ‘বেকার’, ‘ছেলে হলে কাঁদতে নেই’ প্রমুখ কবিতায়। অপরদিকে প্রেম ও বিরহের কবিতাতেও দেখিয়ে চলেছেন তিনি সমান দক্ষতা। বইয়ের পাতায় নয়, সাধারণ মানুষের হৃদয়েই বসবাস করতেই যিনি বেশি আগ্রহী সব সময়। ৪ঠা জানুয়ারি ২০২১ এ তার বাবা পরলােকগমন করলে বর্তমানে ব্যক্তিগত জীবনে মমতাময়ী মা, স্নেহধন্য ভাই ও তার পরিবার, প্রিয়তমা স্ত্রী সাফিকা জহুরা এবং দুই সন্তান নিয়ে তার সুখের জীবন।

ফুয়াদ স্বনম এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed