প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আলমগীর কবির
সাংবাদিক ও চলচ্চিত্রকার আলমগীর কবির (১৯৩৭-১৯৮৯) নাতিদীর্ঘ জীবনে বিপ্লবী, সমালোচক, সংগঠক প্রভৃতি পরিচয় ধারণ করেছিলেন। প্রথম যৌবনে বিলাত গিয়ে তিনি পাকিস্তান রাষ্ট্রের অন্দরে বাংলাদেশের জাতীয় মুক্তির প্রশ্নটি বুঝতে পেরেছিলেন। ষাটের দশকের মধ্যভাগে দেশে ফিরে যুগপদ চলচ্চিত্র সাংবাদিকতা আর রাজনীতিতে নিয়োজিত হন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগের দায়িত্ব গ্রহণ করেন, অনেক কথিকাও পাঠ করেন। শিল্পী, বুদ্ধিজীবীদের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করতে এবং সিনেমায় মুক্তিযুদ্ধ তুলে ধরতে ঘনিষ্ঠভাবে কাজ করেন জহির রায়হানের সঙ্গে। স্বাধীনতা লাভের পর আলমগীর কবিরের চিন্তা ও কাজের মূল বিষয় দাঁড়ায় চলচ্চিত্র শিল্প গড়ে তোলা। চলচ্চিত্র নির্মাণ, সংগঠন ও সমালোচনার মতন বহুমুখী তৎপরতার দ্বারা যে কর্মপ্রবাহ তিনি রচনা করেন, তার অভিঘাত আজও জীবন্ত। আলমগীর কবির রচিত বই: The Cinema in Pakistan, Film in Bangladesh, This Was Radio Bangladesh 1971, চিত্রনাট্য: ধীরে বহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে এবং মোহনা: চিত্রনাট্য। সম্পাদিত পত্রিকা: Sequence, The Express এবং চলচ্চিত্রকার। পরিচালিত চলচ্চিত্রের মধ্যে: লিবারেশন ফাইটার্স, জহির রায়হান, ধীরে বহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালি সৈকতে, মোহনা এবং মণিকাঞ্চন।