প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সাকিনা কাইউম
"মানুষ ভজলে সোনার মানুষ হবি" হৃদয়ে ধারণ করে এগিয়ে চলা এক নিভৃতচারী স্বপ্নদ্রষ্টা'র নাম সাকিনা কাইউম । তিনি একাধারে - কবি, গল্পকার, ঔপন্যাসিক, কলামিস্ট, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, কারুশিল্পী, প্রচ্ছদশিল্পী, সম্পাদক, প্রকাশক এবং একজন সফল শিক্ষক। নারায়ণগঞ্জের মেয়ে সাকিনা কাইউম তাঁর বহুমাত্রিক শিল্পকলা'র দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন "কালারফুল আর্টিস্ট্রি" নামক অনলাইন ভিত্তিক একটি আর্টস এন্ড ক্রাফটস প্রতিষ্ঠান, যা দেশ-বিদেশে ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। ২০১০ সালে তাঁর প্রথম প্রকাশিত শিশুতোষ গ্রন্থ - " Let's Practice Manners "। ২০২২ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ "আমি হেরে গেলে তুমি সমুদ্র পাবে", যা ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৩ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ 'আমারে ছাইড়া কই যাও পাগল' বইমেলার সেরা বিক্রিত গ্ৰন্হ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালে তার প্রকাশিতব্য উপন্যাস 'ফুঁ' খুব শীঘ্রই পাঠকের হাতে তুলে দেবেন বলে সাকিনা কাইউম আশাবাদী। এছাড়াও তাঁর বেশ কিছু যৌথ কাব্যগ্রন্হ রয়েছে । বহুমাত্রিক প্রতিভার অধিকারী "সাকিনা কাইউম" এতকিছু করার পরেও তিনি নিজেকে অণুমাত্রিক ভেবে সুখ পান। তিনি মানুষের প্রেম,বিষাদ,ঘৃণা,কামনা,বাসনাকে তার কবিতার ছন্দে প্রকাশ করেন। পুরুষতান্ত্রিক সমাজের ভয়ংকর চিত্রগুলো তাঁকে খুব বেশি আহত করে এবং মৌলবাদ ও উগ্রবাদের অশুভ হাত তাঁকে ভাবায় প্রতিনিয়ত। এ-সব ভাবনা থেকেই তিনি বারবার জ্বলে ওঠেন। আর এভাবেই সৃষ্টি হয় তার বহুমাত্রিক সৃষ্টিশীল কাজগুলো।